Hare to Whatsapp
রাজ্যের বন এলাকার উন্নয়নে ইন্দো জার্মান প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে মঞ্জুর হলো ২৮০ কোটি
By Our Correspondent
আগরতলা, জুন ২০, : ত্রিপুরার গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়নে গতি আনার লক্ষ্যে মঞ্জুর হল ইন্দো জার্মান ডেভলপমেন্ট কর্পোরেশন এর দ্বিতীয় পর্যায়ের অর্থ । এই পর্বে নতুন দিল্লীতে ২৮০ কোটি টাকার চুক্তি পত্র স্বাক্ষরিত হলো। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের যথাযথ উদ্যোগের ফলেই ইন্দো জার্মান প্রকল্পে অর্থ মঞ্জুরী সম্ভব হয়।
রাজ্যের বনভূমিকে কেন্দ্র করে জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে কাজ হবে ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার ১৯১ গ্রাম কে ভিত্তি করে। ২৮০ কোটি টাকার এই প্রকল্পে (কে এফ ডব্লিউ) বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় রাজ্যের জনজাতি অধ্যুষিত ২৬,০০০ পরিবার উপকৃত হবে । অর্থনৈতিক উন্নয়নের সুবিধা পাবে, জীববৈচিত্র্য রক্ষা করে বনভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে, প্রাকৃতিক সম্পদের মাধ্যমে উপার্জন বৃদ্ধির লক্ষ্যে কাজ হবে এবারের প্রকল্পে।
বিগত প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের প্রকল্প হাতে নেয়া হয়েছে । গ্রামীণ এলাকার স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এই পর্যায়ের প্রকল্পের মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়। আলাদা আলাদা গ্রুপ তৈরি করে নির্দিষ্ট বনভূমি দেয়া হবে তাদের হাতে । এতে তারা বনভূমি কে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা পাবে।
এই প্রকল্পে ৬০০০ হেক্টর জলা এবং সাধারন ভূমিকে সংরক্ষণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে । ২০০০ হেক্টর বনভূমি কে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ করার লক্ষ্যমাত্রাও রয়েছে এই প্রকল্পের মাধ্যমে । একই সাথে উচ্চমান সম্পন্ন কাঠ উৎপাদনের গাছ, বাশ, কমিউনিটি ভিত্তিক চাষাবাদেরও উদ্যোগ নেয়া হবে এই ইন্দো জার্মান ডেভলপমেন্ট কর্পোরেশন এর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে।