Hare to Whatsapp
লকডাউনে জেলের লকাপে মৃত্যু সাজাইও মগ- এর অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চায় সিপিএম
By Our Correspondent
আগরতলা, জুন ১৮, : গত ১৭ই জুন সকাল ৮টা নাগাদ অমরপুর সংশোধনাগারে করবুক মহকুমার শুকনাছড়ি ভিলেজের সাজাইও মগ নামে ২৮ বছরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়।
জানাগেছে, যুবকটি চেন্নাইয়ে এক বেসরকারি ফার্ম-এ কাজ করত। দীর্ঘদিন লকডাউনে আটকে থেকে গত ২৯ শে মে
সে রাজ্যে ফিরে এসেছিল। তার পর ১৪ দিন শুকনাছড়িতে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ছিল। হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই গত ১৩ জুন রাতে পুরানো একটি মামলায় স্বাক্ষী হিসাবে শিলাছড়ি থানার পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে পরদিন অমরপুর এস ডি জে এম কোর্টে সোপার্দ করে। এস ডি জে এম কোর্ট ৫ দিনের রিমান্ডে তাকে সংশোধনাগারে পাঠায়। রিমান্ডের তৃতীয় দিনেই গতকাল সকালে সাজাইও মগের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ আত্মীয় স্বজনদের হাতে তুলে না দিয়ে গতকাল গভীর রাতেই অমরপুরে সৎকারের ব্যবস্থা করে। এই ঘটনায় সন্দেহ আরো প্রকট হয়েছে।
সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী সংশোধনাগারে এরকম পর পর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যুগপৎ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে। সম্পাদকমন্ডলীর দাবী, সাজাইও মগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে।