Hare to Whatsapp
ধলাই জেলার আমবাসায় হতে চলছে নতুন মেডিকেল কলেজ, জমি নির্বাচন প্রক্রিয়া শুরু
By Our Correspondent
আগরতলা, জুন ১৭, : ধলাই জেলার আমবাসা লালছড়ি এলাকায় হতে চলছে একটি নয়া মেডিকেল কলেজ। বুধবার আমবাসা ব্লকের লালছড়ি এলাকায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ করতে যান মহকুমা প্রশাসনের আধিকারিকরা। আজ চলছে শুধু জায়গা নির্ধারণের কাজ। ডিসিএম আশু রঞ্জন দেববর্মা, ও পূর্ত দফতরের আধিকারিকরা জায়গা নির্ধারণের কাজে উপস্থিত ছিলেন।
এদিন প্রশাসনের আধিকারিকদের সামনে জায়গা নির্ধারণ করা হয় মেডিকেল কলেজের জন্য। লালছড়ি এলাকায় গড়ে উঠবে বিশাল আকারের জায়গা নিয়ে মেডিকেল কলেজ। আর তার জায়গা নির্ধারণের কাজ সম্পন্ন হলো বুধবার।
জানাগেছে, মেডিকেল কলেজের জন্য মোট ২৪ একর জায়গা নির্ধারন করা হয়েছে। তার মধ্যে ধলাই জেলা হাসপাতালে ১০ একর জায়গা নির্ধারন করা হয়েছে। বাকি ১৪ একর জায়গা নেওয়া হয়েছে জেলা হাসপাতাল থেকে সামান্য দূরে লালছড়ি এলাকায়। লালছড়ি এলাকার বন্যনঞ্চলে ঘেরা ভূমিকে নির্মান কাজের উপযুক্ত করে শুরু হবে নির্মান কাজ। মাথা তুলে দাড়াঁবে স্বপ্নের মেডিকেল কলেজ । সেই আসাতেই এখন বুক বেধেঁ আছে আপামর ধলাইবাসী।