রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের ভূমিকা অপরিসীম : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জানুয়ারি ৭, : রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অপরিসীম। তাই যে কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সিং ব্যবস্থা উন্নতভাবে গড়ে তোলা প্রয়োজন। রাজ্য সরকার সেই দিশায় কাজ করছে। ৬ জানুয়ারি আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে বিএসসি নার্সিং পাঠরত দ্বিতীয় ব্যাচের ছাত্রীদের আলোক প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে নার্সিং কলেজের আইটি ল্যাবেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যারা কাজের মধ্য দিয়েই বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাঁদের মধ্যে অন্যতম। আজ আলোক প্রজ্জ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক নার্সিং-এর প্রতিষ্ঠাতা মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নার্সিং ছাত্রীরা। পাশাপাশি শপথ গ্রহণে যে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে তা পালন করার জন্যও নার্সিং ছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসসি নার্সিং পাঠরত দ্বিতীয় ব্যাচের ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং কলেজের টিউটর সুতপা চক্রবর্তী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ বিএসসি নার্সিং পাঠরত ৪৯ জন ছাত্রী আনুষ্ঠানিকভাবে আলোক প্রজ্জ্বলন ও শপথ গ্রহণের মাধ্যমে এই কোর্সের সাথে নিজেদের যুক্ত করতে যাচ্ছে। গত বছর নার্সিং পাঠরত প্রথম ব্যাচের ৪৮ জন ছাত্রী এই কোর্সে যুক্ত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ১৯৫০ সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটটি রাজ্যের সবচেয়ে প্রাচীন এবং প্রশংসিত প্রতিষ্ঠান। পরবর্তীকালে ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠান ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে।

২০০৫ সালে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের ক্যাম্পাসে একটি হোস্টেল স্থাপন করা হয়। ২০২০ সালে এই ইনস্টিটিউটটি আইজিএম হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হয়। ছাত্রছাত্রীদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন আলাদা আলাদা হোস্টেলও নির্মাণ করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এবং পরিকাঠামো দিয়ে সুসজ্জিত, নার্সিং কলেজে স্মার্ট ক্লাসের সুবিধা ছাড়াও উন্নত প্রযুক্তিগত ল্যাবরেটরি যেমন, ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্সড নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফেরি ল্যাব, কমিউনিটি ল্যাব, নিউট্রিশন ল্যাব সহ সিমুলেটেড ইউনিট রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্যে বর্তমানে দুটি মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, ডেন্টাল কলেজ সহ নানা স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এই সমস্ত পরিকাঠামোকে কেন্দ্র করেই রাজ্যে স্বাস্থ্য হাব গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বহির্রাজ্যে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগামীদিনে রাজ্যে আরও আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডা. মৈত্রী চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.