Hare to Whatsapp
রাজ্য সফরের পাঁচ দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী মঞ্জুর করলেন ৭০০ কোটি টাকা
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২১, : ডাবল ইঞ্জিল সরকারের সুফল দারুণভাবে পাচ্ছে ত্রিপুরা। কেন্দ্র ও রাজ্য, দুই জায়গাতেই একদলের সরকার হওয়ায়, রাজ্যের জন্য অর্থের ঘাটতি ক্রমশ কেটে যাচ্ছে। এত দ্রুত এর সুফল পাওয়া যাচ্ছে যে, মাত্র পাঁচ দিনের মধ্যেই রাজ্যকে দেওয়া হল ৭০০ কোটি টাকার মঞ্জুরী।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জলশক্তি অভিযান এবং রাজ্যের অটল জলধারার মিশনকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১২০০ কোটি টাকার মঞ্জুরী চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। এরই মধ্যে গত ১৫ ই জানুয়ারি রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ওই সময় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্য থেকে সংশ্লিষ্ট মন্ত্রকে পাঠানো প্রস্তাবগুলি দ্রুততার সঙ্গে বিবেচনা করে দেখার আগ্রহ প্রকাশ করেন। সেই অনুযায়ী দিল্লি পৌঁছেই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গাজেন্দ্র সিংহ শেখাওয়াত ত্রিপুরা থেকে পাঠানো প্রস্তাবগুলি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখেন। উল্লেখযোগ্যভাবে মাত্র পাঁচ দিনের মধ্যে অর্থাৎ গত ২০ জানুয়ারি রাজ্যের জন্য ১২০০ কোটি টাকার মধ্যে ৭০০ কোটি টাকা মঞ্জুর করে দেন। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই আর্থিক মঞ্জুরীর খবর মুখ্যমন্ত্রীকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন। সময়মতো বাকী টাকাও দেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ঘরে ঘরে জল পৌঁছানোর যে প্রতিশ্রুতি, তা পালনের লক্ষ্যে, ত্রিপুরা সরকার সঠিক দিশায় কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই মঞ্জুরী দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গত উল্লেখ্য ৭০০ কোটি টাকার এই প্রকল্পে, অটল জলধারা মিশন, ঘরে ঘরে পানীয়জল পৌঁছানো, সেচের জন্য ২৩১ টি ডীপ টিউবওয়েল বসানোর সম্পূর্ণ খরচ ইত্যাদি সংযুক্ত রয়েছে।