Hare to Whatsapp
বিষাক্ত মিথানল মিশ্রিত সেনিটাইজারে বাজার ছেয়ে যাচ্ছে, এব্যাপারে রাজ্য গুলিকে সতর্ক করল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো
By Our Correspondent
আগরতলা, জুন ১৫, : বিষাক্ত মিথানল মিশ্রিত সেনিটাইজারে বাজার ছেয়ে যাচ্ছে।এ ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো।এর ভিত্তিতে হায়দ্রাবাদে তল্লাশি চালিয়ে প্রায় দেড়কোটি টাকা মূল্যের বিষাক্ত সেনিটাইজার আটক ও উদ্ধার করা হয়েছে।অন্যদিকে ভেজাল পিপিই-র বিরুদ্ধে ও অভিযান চালানো হয়েছে। সিবিআই রাজ্য পুলিশকে পাঠানো সতর্ক বার্তায় আরো বলেছে দু'নম্বরি মাক্সেও বাজার রমরমা। ভেজাল ও নিম্নমানের মাক্স নানা রোগ থেকে আনছে।
আজ ইন্টারপোলের তরফে এক সতর্ক বার্তা পাঠানো হয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কে।ওই বার্তায় বলা হয়েছে এটা খুবই উদ্বেগের বিষয় যে সেনিটাইজার বানানো হচ্ছে বিষাক্ত মিথানল দিয়ে।শুধু বিষাক্ত নয় এগুলো অত্যন্ত বিপজ্জনক। ইন্টারপোলের কাছে খবর রয়েছে যে কয়েকটি দেশে এমন ভাবে মিথানল ব্যবহৃত হচ্ছে সেনিটাইজার তৈরীতে যা নিকট ভবিষ্যতেই বিপদ ডেকে আনবে।এই সব বিষাক্ত সেনিটাইজার ব্যবহারে দেহে অভাবিত বিপদ ডেকে আনবে।
এই বার্তা পাওয়ার পর পরই কয়েকটি রাজ্যে পুলিশ তৎপর হয়ে উঠে এবং হায়দ্রাবাদে তল্লাসী চালানো হয়।তল্লাসীতে প্রায় দেড়কোটি টাকা মূল্যের বিষাক্ত সেনিটাইজার আটক করা হয়।
ইন্ডিয়া টুডে জানিয়েছে যে দু'নম্বরী মাক্স বাজারে ছেয়ে গেছে।এই সব মাক্স ব্যবহার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।মানুষ বাধ্য হয়ে এসব মাক্স কিনছে এবং শ্বাসকষ্ট জনিত রোগ ডেকে আনছে। এদিকে পুলিশ দু'নম্বরি পিপিই কারখানায় হানা দিয়ে প্রচুর পিপিই আটক করেছে। সিবিআই বলছে অনলাইনে এসব সেনিটাইজার,মাক্স,পিপিই বেশি বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে আজ রাজ্যে রাজ্যে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে।
সৌজন্যে: ইন্ডিয়া টুডে