Hare to Whatsapp
অবশেষে রামকৃষ্ণ মিশন ভক্তদের জন্য উন্মুক্ত
By Our Correspondent
আগরতলা, জুন ১৫, : দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে খুলল রামকৃষ্ণ মঠ ও মিশন। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে মিশন মাত্র কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছে।
রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের নির্দেশে আজ থেকে খোলা হয়েছে রাজ্যের সবকটি শাখা। নির্দেশে বলা হয়েছে সবাইকে নিয়ম মেনেই মিশনে যেতে হবে। মিশনে লাইন দিয়ে যেতে হবে মন্দিরে। হ্যান্ড ওয়াশ,সেনিটাইজার ব্যবহার করতে হবে। মূর্তি ধরা যাবে না। নতমস্তকে প্রনাম যেমন করা যাবেনা তেমনি সাষ্টাঙ্গে প্রনামও নয়। হাতজোড় করেই প্রনাম করতে হবে। বেশীক্ষন মন্দির বা মন্দির প্রাঙ্গণে থাকা চলবে না। মিশনের আরোপিত নিয়মাবলী ও নির্দেশিকা সর্বস্তরে প্রশংসিত হয়েছে।
সকাল ৯টা থেকে ১১ টা বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। চরনামৃত থাকবে না,থাকবে না আরো অনেক কিছু। তবে মিশনের সদর দপ্তর বেলুড় মঠের নির্দেশেই আজ থেকে মন্দির খোলা হল। রাজ্যের সব মিশন ও আজ থেকেই খোলা হয়েছে।