Hare to Whatsapp
বন্ধন, আরোহন, সাথী, ভিলেজ ইত্যাদি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন
By Our Correspondent
আগরতলা, জুন ১৪, : কৈলাশহর পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দুর্গাপুরে আজ দুপুর ২ ঘটিকা সময় ১০০ মহিলা মিলিত হয়ে বন্ধন আরোহন সাথী ইত্যাদি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি গুলি কিস্তির টাকার দাবীতে যেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছে সেই সব কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। মহিলাদের বক্তব্য হল তারা বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং ঋণ পরিশোধ করেছিলেন। হঠাৎ করে মহামারী করোনা ভাইরাসের কারণে সারা ভারতবর্ষে মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। এই অবস্থায় মহিলারা বিভিন্ন মাইক্রোফাইন্যান্স থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারছেননা।
এসব মহিলারা বলছেন তারা ঠিকমতো তিন বেলা ভাত খেতে পারছেন না, এই অবস্থায় ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তাই মাইক্রোফাইন্যান্স কোম্পানির কাছে তাদের আবেদন কম থেকে কম ছয় মাস পর্যন্ত ঋণ পরিশোধের জন্য তাদের কাছে না আসার জন্য। পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হয়। তাদের উপর যদি এইভাবে চাপ সৃষ্টি করা হয় তাহলে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন বলে মহিলারা জানিয়েছেন।