Hare to Whatsapp
করোনা পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করতে নতুন কমিটি গঠন কর লো রাজ্যের শিক্ষা দপ্তর
By Our Correspondent
আগরতলা, জুন ১৪, : করোনা পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করতে নতুন কমিটি গঠন করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এক সাংবাদিক সন্মেলনে একথা জানান। তিনি জানান, খুব শীঘ্রই নতুন কমিটির বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা, পরীক্ষা নেওয়ার বিষয়, অসমাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সহ পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন এই কমিটিতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ছাড়াও রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক তপন চক্রবর্তী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দপ্তরের শিক্ষা সচিব, শিক্ষা অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, ছাত্রছাত্রীদের প্রতিনিধি সহ সাংবাদিক।