Hare to Whatsapp
দ্রোণাচার্য পুরস্কারের জন্য দাবা ফেডারেশন থেকে পাঠালো হলো ত্রিপুরার প্রসেনজিৎ দত্তের নাম
By Our Correspondent
আগরতলা, জুন ১৩, : ত্রিপুরার দাবার ইতিহাসে স্মরণীয় দিন শনিবার। পুর্বোত্তরের প্রথম দাবার কোচ হিসাবে দ্রোণাচার্য পুরস্কারের জন্য নাম পাঠালো দাবা ফেডারেশন। দাবা ফেডারেশন থেকে এবছর দ্রোণাচার্য পুরস্কারের জন্য নাম পাঠালো হলো ত্রিপুরার প্রসেনজিৎ দত্তের। দাবা ফেডারেশনের সচিব ভরত সিং চৌহান এখবর জানিয়েছেন।
১৯৯৫ সালে নাগপুরে অনুষ্ঠিত সাবজুনিয়র দাবায় ভারত সেরার সন্মান পাওয়ার পর ২০০৫ সালে চাকরি না পাওয়ায় ত্রিপুরা ছেড়ে দিল্লী চলে গিয়েছিলেন ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত। এর পর এক কঠিন পরিস্থিতিতে দেশের রাজধানীতে নিজেকে প্রতিষ্ঠিত করলেন প্রসেনজিৎ। নিজ উদ্যোগে গড়ে তুললেন মেট্রিক্স চেস একাডেমী। এখন পর্যন্ত প্রসেনজিৎ-এর প্রশিক্ষণে দেশ পেয়েছে ৩ জন গ্র্যান্ডমাস্টার (বৈভব সুরি, আরিয়ান চোপড়া, পিচু গুপ্তা) এবং দুজন আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু (বরদান নাগপাল এবং ঋষি সারদানা)। এছাড়া অনুর্দ্ধ-১৬ অলিম্পিয়াড আসর, ৪ বার ক্যাটেড দলের এবং জুনিয়র এশিয়ান গেমসে ভারতীয় বালিকা দলের কোচ হিসাবে ছিলেন। গত ৪ বছরে প্রসেনজিৎ-এর প্রশিক্ষণে দেশ পেয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ১০ টি স্বর্ন, ৬ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ পদক। এর মধ্যে দুটি স্বর্ন এবং দুটি রৌপ্য পদক এনে দিয়েছি বিস্ময় বালিকা ত্রিপুরার আর্শিয়া দাস। ওই সাফল্য জন্যই প্রসেনজিৎ-এর নাম কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠিয়েছেন দাবা ফেডারেশনের সচিব। এনিয়ে প্রসেনজিৎ-এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে দিল্লী থেকে বলেন ‘ দেশে কোচদের ওই সর্বোচ্চ সন্মানের পুরস্কার পাবো কীনা জানি না। তবে ফেডারেশন থেকে আমার নাম পাঠিয়েছে এতেই আমি খুশি। রাজ্যবাসীর আশির্বাদ থাকলে অবশ্যই আমি ওই সন্মান পাবোই’।