নয়া তিনটি ফৌজদারি আইনের উপরে বাংলা ভাষায় বই প্রকাশ করল ত্রিপুরাইনফো ডটকম
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ৬, : ত্রিপুরা ইনফো ডটকম প্রকাশিত আরও একটি বই আজ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল। সাধারণ মানুষের প্রয়োজনে রাজ্যের অসাধারণ বেশ কয়েকজন গুণী মানুষের সাহায্য ও পরামর্শে বইটি লেখা হয়েছে। এবং আজ সকালে ত্রিপুরাইনফো-র লিচুবাগান অফিসে সমাজের বেশ কয়েক জন অনন্য সাধারণ মানুষের হাত ধরে বইটির আবরন উন্মুচিত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩-এর মূল আইন থেকে নেওয়া সারাংশ রয়েছে এই বইটিতে। পাঠকরা নয়া তিনটি ফৌজদারি আইন সম্পর্কে বাংলা ভাষায় সহজ ভাবে একটা সম্যক ধারনা যাতে পেয়ে যেতে পারে মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলা ভাষায় বইটি প্রকাশ করা হয়েছে। বইটির প্রকাশনায় ত্রিপুরা পুলিশ, সাংবাদিক ও আইনী পেশার সাথে জড়িতদের বেশ কয়েক জনের সাহায্য ও পরামর্শ নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন এস সি দাস, অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপার্সন, ত্রিপুরা মানবাধিকার কমিশন ও চেয়ারপার্সন, ত্রিপুরা নাশা বোর্ড, ড. বি কে কিলিকদার, অবসরপ্রাপ্ত বিচারক (টি জে এস), ও লোকায়ুক্ত ত্রিপুরা, সিনিয়র অ্যাডভোকেট, ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, শ্রী সিদ্ধার্থ শঙ্কর দে, শ্রী শেখর দত্ত, বর্ষীয়ান সাংবাদিক ও মুখ্য সম্পাদক, ত্রিপুরাইনফো ডটকম, শ্রী সঞ্জীব দেব, বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদক, নর্থ ইস্ট কালার্স, শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী, আই পি এস, ডিআইজি (ক্রাইম ও ইন্টেলিজেন্স), শ্রী সুব্রত সরকার, সিনিয়র এডভোকেট, ও শ্রীমতী মধুমিতা ভট্টাচার্য, এডভোকেট ও মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিপাহীজলা জেলা। বইটির মুখবন্ধ লিখেছেন মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধ এবং নয়া তিনটি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এই বইটি পুলিশ সহ রাজ্যের সর্বস্তরের মানুষের বিশেষ ভাবে কাজে আসবে উল্লেখ করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন। আজ সকালে বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মুচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বেশ কয়েক জন অনন্য সাধারণ স্বনামধন্য গুনী ব্যক্তিত্ব। এদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি তথা অবসরপ্রাপ্ত ইঞ্জিনীয়ার মৃণাল কান্তি পন্ডিত, সংস্কৃতিক ব্যক্তিত্ব তথা অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা ফ্রন্ডস ইলেক্ট্রনিকস ইনস্টিটিউট-এর অধ্যক্ষ বিশ্বজিৎ রায় চৌধুরী এবং রাজ্যের একজন জনপ্রিয় টি ভি প্রেজেন্টার তথা অনুষ্ঠান সঞ্চালক সঞ্চিতা রাহা।বইটির সম্পাদক জয়ন্ত দেবনাথ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জানিয়েছেন, নয়া তিনটি ফৌজদারি আইন সম্পর্কে জানতে বাংলা ভাষী সব অংশের মানুষ এই বইটি থেকে উপকৃত হবেন। বিশেষ করে আরক্ষা ও কারা বিভাগের নীচু স্তরের কর্মীদের থেকে শুরু করে পুলিশের এস আই, এ এস আই, কনস্টেবল এবং বাংলা ভাষী তরুণ আইনজীবী ও আইনের ছাত্রদের জন্য বইটি বিশেষ ভাবে কাজে লাগবে যারা দেশের নতুন তিনটি আইন সম্পর্কে বুঝতে আগ্রহী।
আরও পড়ুন...