Hare to Whatsapp
বিজেপি মন্ডল নেতাদের উপস্থিতিতে উল্লাস র্যালি মিজোরামের শরনার্থীদের
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ২০, : আজ সকাল ১১ টায় দাম ছড়া পেট্রোল পাম্পের পাশে থেকে শুরু হয় মিজোরাম থেকে আশা 1997 সালে উদ্বাস্তু পরিবার ও YBA এবং BSCO যৌথ একটি র্যালি করার সময় ত্রিপুরা থেকে মিজোরাম যাওয়ার পথে গেইট বন্ধ ছিল । সীমান্তের পাশে হয়ে দামছড়া বাজার পরিক্রমা করে ভারতীয় জনতা পার্টি দাম ছড়া মন্ডল কার্যালয় সামনে সভা করা হয় , উপস্থিত ছিলেন YBA সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি কপিলা রিয়াং , দাম ছড়া ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র রিয়াং , ও মন্ডল সদস্য রাজেশ সিনহা MBDPF সভাপতি সই বঙ্গা রিয়াং , জেনারেল সেক্রেটারি ব্রুনো মেশা MBIDM সভাপতি পরিতোষ রিয়াং , সেক্রেটারি ফিলিপ রিয়াং এদের বক্তব্য ১৬ জানুয়ারি ২০২০ সাল নয়া দিন হিসাবে মনে করেন কেন্দ্র সরকারের 600 কোটি টাকার প্যাকেজ পূর্ণবাসন তাই আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গৃহ মন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন উনাদেরকে অভিনন্দন জানান মিজোরাম থেকে আসা উদ্বাস্তু পরিবারের সদস্যরা তাদের বক্তব্য আজ পযন্ড 22 বছর হয়ে গেছে অনেক দুঃখ কষ্টে দিন কাটিয়ে ছিলেন মিজোরাম সরকার কোন দায়িত্ব পালন করেননি । আজ এই রেলিতে 1500 মত লোক অংশগ্রহণ করেন।