Hare to Whatsapp
কুমিল্লায় বাড়ছেই করোনা, মৃত্যু ৬০ জনের, ত্রিপুরার ঝুঁকি বাড়ছে
By Our Correspondent
আগরতলা, জুন ১১, : ত্রিপুরার ঘাড়ের উপর বিষ ছাড়ছে কুমিল্লা। আমাদের বিশেষ করে আগরতলা, সোনামুড়ার ওপারেই কুমিল্লা। ওখানে করোনা দাপাদাপি করছে, এখন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে ৬০ জনের প্রান। আক্রান্ত ১৬০০ এর বেশী। কুমিল্লার ১৭ উপজেলা। সব জেলাতেই ভয়াবহ করোনা দাপিয়ে বেড়াচ্ছে। আক্রান্ত হচ্ছেন একের পর এক। সরকারী ভাবে তথ্য বলছে ১৬০০ এর উপর আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত।
আজ কুমিল্লায় ৯০ জনের মত করোনা সনাক্ত হয়েছেন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৬০ জন। মঙ্গলবার মৃত্যু হয়েছে ৬ জনের। আজ মৃত্যু হয়েছে ৪ জনের। গত ১০/১২ দিন ধরেই করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। সরকারীভাবে ৬০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও প্রকৃত তথ্য আরো বেশী। ওখানকার সাংবাদিকদের বলছেন সরকারী তথ্য ছাড়াও আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা সরকারের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হচ্ছে জেলার বাইরের কয়েকজন কুমিল্লায় মারা গেছে। আবার জেলার বা বিভাগের কয়েকজনের অন্যত্র মৃত্যু হয়েছে। ১০ ই এপ্রিল থেকে কুমিল্লা জেলায় লকডাউন জারী করা হয়েছে। ৩১ শে মে লকডাউন তুলে নেওয়া হয়।
তবে কুমিল্লায় যে ভাবে করোনা সংক্রমন হচ্ছে তা উদ্বেগজনক। কুমিল্লার সাথেই ব্রাক্ষনবাড়িয়া,,ফেনী, নোয়াখালী ও চাঁনপুর। কুমিল্লার সাথেই আগরতলা,সোনামুড়া । ওখানকার লোকজনের পক্ষে কুমিল্লায় সংক্রমন বিপদ ডেকে আনতে পারে। অবৈধভাবে যদি অনুপ্রবেশ হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্হিতি সৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে।যদিও জোরদার সীমান্ত প্রহড়া ও টহলদারি রয়েছে। সীমান্তে জারী জনতা কার্ফু। এদিকে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮৪ তে। আক্রান্ত হয়েছেন ৭৪৮৬৫ জন।