Hare to Whatsapp
সোনামুড়ায় কোভিড রোগীদের আগলে বিক্ষোভ জনতার
By Our Correspondent
আগরতলা, জুন ১০, : সোনামুড়ার করোনা আক্রান্ত রোগীদের কোভিড ১৯ কেয়ার সেন্টারে নিয়ে যেতে দিচ্ছেনা তাদের অভিভাবকরা ।
আক্রান্ত রোগীদের প্রতি স্বাস্থ্য দপ্তরের অবহেলার অভিযোগ এনেই রীতিমত আন্দোলনে নেমেছে সোনামুড়ার করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের লোকেরা।
জানাগেছে, সোমবারে রিপোর্ট বের হওয়া ৩২ জন পজিটিভ রোগীর অনেকেই এখনও রয়ে যায় বিভিন্ন স্কুলের প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারে।
মঙ্গলবারের পজিটিভ রোগীরাও রয়ে যায় স্কুল গুলোতে। সেগুলোকে ঘিরে রেখেছে শত শত অভিভাবক।তাদের দাবী গত কয়েক দিন ধরে করোনা রোগীর সঙ্গে বহিঃ রাজ্য থেকে আসা শত শত যুবক একসাথে ছিল, তাদের আলাদা করা হয়নি। এগুলোতে সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে সোনামুড়ায়। এই কারণেই জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। আক্রান্ত রোগীদের আটক করে প্রতিবাদে সামিল হয়েছে জনতা। পুলিশ টি এস আর লাগিয়েও ব্যার্থ হচ্ছে প্রশাসনিক কর্তারা ।
কয়েক দফায় লাঠি চার্জ করেও ক্ষুব্ধ অভিভাবক তথা এলাকাবাসীর হাত থেকে দূর্গাপুর প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারকে ঘেরাও মুক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন। ভেস্তে যায় কয়েক দফা আলোচনা।