Hare to Whatsapp
নিত্যপন্য সামগ্রীর ডোর-স্টেপ ডেলিভারী দিতে আইতরমা মোবাইল ভ্যান চালু করলো
By Our Correspondent
আগরতলা, জুন ৯, : মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পর এবার কোপারেটিভ দপ্তরের অধীন আইতরমাকে দিয়ে বাড়ী বাড়ী বেশ কিছু নিত্যপন্য সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনা মহামারী জনিত সমস্যা খুব সহসায় সমাধান হচ্ছে না। এই অবস্থায় মানুষকে যত বেশী বাড়ী ঘরে আটকে রাখা যায় সেই লক্ষকে সামনে রেখেই আইতরমা কতৃপক্ষকে বলা হয়েছিল কিছু অত্যাবশ্যকীয় নিত্যপন্য সামগ্রী যেন হোম ডেলিভারী বা পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।
জানাগেছে, এই অনুযায়ী গতকাল আইতরমা কতৃপক্ষ একটি মোবাইল ভ্যান-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। মেট্রো বাজারে আইতরমা নীচে আনুষ্ঠানিক ভাবে এই মোবাইল ডোর-স্টেপ ডেলিভারী ভ্যান-এর শুভারম্ভ করেন চা নিগমের চেয়ারম্যান শ্রীসন্তোষ সাহা, উপস্থিত ছিলেন আইতরমার চীফ এক্সিকিউটিভ অফিসার শ্রী মানিক দাশগুপ্ত।
জানাগেছে, আপাতত বিভিন্ন ব্র্যান্ডের তেল, সোয়াবিন, ত্রিপুরেশ্বরী টি, আলু ইত্যাদি নিত্যপন্য সামগ্রী সুলভ মূল্যে বাড়ী বাড়ী মোবাইল ভ্যানে নিয়ে ঘুরবে আইতরমার মোবাইল ভ্যান। অবশ্য কোন এলাকায় কোন দিন যাবে বা কোথায় কল করলে ডোর স্টেপ হোম ডেলিভারী পাওয়া যাবে এখনো এব্যাপারে আইতরমা কতৃপক্ষ কোন কিছু চূড়ান্ত করেন নি।