Hare to Whatsapp
এবছর ২৮ জুন থেকে খার্চি মেলা না হওয়ার সম্ভাবনাই বেশী
By Our Correspondent
আগরতলা, জুন ৯, : বিধায়ক রতন চক্রবর্তী একথা বলেছেন, এই বছর করোনার কারনে পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা বাড়িতে এবারের খারচি মেলা ও উৎসব আয়োজনের সম্ভাবনা খুবই কম। মন্দিরের ভেতরে কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। এর বেশির সম্ভাবনা নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আলোচনা ক্রমেই। মেলা কমিটি গঠন করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এমনিতে মন্দিরে যেভাবে পুজো হচ্ছে তা চলতে থাকবে। দর্শনার্থীদের ভিড় করতে দেওয়া হবে না। কিছুদিনের মধ্যেই খার্চী পূজা ও উৎসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সকলকে অবগত করা হবে।
এই বিষয়টি গতকাল তিনি মিডিয়াকে অবগত করে মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী আরও জানান, মানুষের জীবন রক্ষা করা এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে প্রথম দৃষ্টি রাখতে হবে। এবছর উৎসব ও মেলা নাহলে নিরাশার কিছু নেই। আগামী বছরের অপেক্ষায় থাকার আহ্বান জানান তিনি।