Hare to Whatsapp
ত্রিপুরায় গনতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা ভূলুণ্ঠিত: এন এস ইউ আই
By Our Correspondent
আগরতলা, জুন ৭, : সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত খবরের জেরে বিজিবি-র যোগী সেনার কিছু কার্যকতা রাজধানীর পারুল প্রকাশনীর মালিক জয় সাহার উপর অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে এন এস ইউ আই।
ছাত্রনেতা সম্রাট রায়- এর অভিযোগ, যদি জয় সাহা কোনো অন্যান্য করে থাকেন তাহলে আইনী ব্যবস্থার ছিল। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে বরবর আক্রমণ সংঘটিত করে জয় সাহা সমেত তার বই -এর দোকানের অন্যান্য কর্মচারীদের উপর। এই ঘটনাকে ক্যামেরা বন্দী করতে গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিকরা। ছিনতাই করা হয় তাদের ক্যমেরা। গত কিছু দিন আগেও স্যন্দন পত্রিকার অফিসে পুলিশী হানা সহ বার বার সাংবাদিকদের উপর এহেন আচরণকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি যানান শ্রী রায়। তিনি প্রশ্ন তোলেছেন বাম রাম উভয় সরকারের শাসন কালে সাংবাদিকদের উপর আক্রমণ আর কত? এই অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার যানিয়ে কংগ্রেস ছাত্রনেতা সম্রাট রায় হুশিয়ারি দিয়ে বলেন যে অনতিবিলম্বে অপরাধীদের শাস্তির ব্যবস্থা না হলে ব্যপক আন্দোলন গড়ে তোলা হবে।