রাজ্যেও রাহ-বীর ও হিট এন্ড রান প্রকল্প চালু হতে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২৯, : কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজ্য সরকার ‘রাহ-বীর’ (গুড সামারিটান) এবং ‘হিট-এন্ড রান’ নামে দুটি সুবিধাভোগী ভিত্তিক প্রকল্প চালু করতে যাচ্ছে। এর মধ্যে রাহ-বীর (গুড সামারিটান) প্রকল্পে যান দুর্ঘটনায় গুরুতর আহতদের যারা গোল্ডেন আওয়ারে (দুর্ঘটনার ১ ঘন্টার মধ্যে) হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন তাদের এই প্রকল্পে রাজ্য সরকারের মাধ্যমে এককালীন ২৫ হাজার টাকা ও সংশাপত্র প্রদান করা হবে। হিট এন্ড রান প্রকল্পে কোন অজ্ঞাত যানবাহনের দ্বারা সড়ক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রণালয়ের দ্বারা বিজ্ঞাপিত সংশোধিত স্কিম অনুসারে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তাছাড়া যান দুর্ঘটনায় আহতদের জরুরী ভিত্তিতে ও সময়মত চিকিৎসার সুবিধা করে দিয়ে মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে পরিবহণ দপ্তর পুলিশ এবং অগ্নিনির্বাপক ও জরুরী কালীণ পরিষেবা দপ্তরকে ১৬টি (৮টি পুলিশকে এবং ৮টি অগ্নিনির্বাপক ও জরুরী কালীণ পরিষেবা দপ্তরকে এডভান্স বেসিক লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে। পরিবহণ দপ্তর থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...