Hare to Whatsapp
করোনা রোগীদের রাখার কোয়েরাইন্টেন সেন্টার গুলি নিয়ে নানা অভিযোগ উঠেছে
By Our Correspondent
আগরতলা, জুন ৭, : করোনা রোগীদের রাখার কোয়েরাইন্টন সেন্টার গুলি নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠতে শুরু করেছে।প্রধানতঃ অভিযোগ উঠেছে খাদ্যের গুনমান, সঠিক সময়ে খাবার না দেয়া এবং যথাযথভাবে চিকিৎসা পরিষেবা প্রদান না করা নিয়ে। ভগৎ সিং যুব আবাসে তো সম্প্রতি দক্ষযজ্ঞ কান্ড ঘটে গেছে। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন নিম্নমানের খাবার দেয়া হচ্ছে? অর্থের তো আর সংকট নেই। অভিযোগ উঠেছে অধিকাংশ জায়গাতেই বরাত দেয়া হয়েছে গেরুয়া সমর্থকদের। এঁরা তো রাজ্য সরকার কে কালিমালিপ্ত করছে। অন্যান্য সেন্টার গুলির খাবারের গুনমান নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে।অভিযোগ নিরসনের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ।
অভিযোগ উঠবেই কেন? ওই লোক গুলিতো নিম্নমানের খাবার সরবরাহ করছে, অভিযোগ রয়েছে। কিন্তু ব্যবস্হা গ্রহন তো নেই। প্রশাসনিক অফিসাররা কোন ধরনের তদারকী করেন না বা হেরাফেরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা সর্বজনবিদিত ঘটনা।
করোনা গোটা বিশ্ব কে দুমড়ে মুচড়ে দিচ্ছে। প্রতিমুহূর্তে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।এক ভয়ার্ত অবস্হা। জীবনের কোন গ্যারান্টি নেই। বেঁচে থাকাটাই এখন হয়তো আশ্চর্য।এই অবস্থায় একশ্রেনীর ঠিকেদার খাবার সরবরাহ নিয়ে যেসব কাজ চালাচ্ছে তাতো মানবতাবিরোধী । এটাতো মারাত্মক অপরাধ। এদের অবিলম্বে গারদে পোড়ার দাবী উঠেছে।