Hare to Whatsapp
চিন সীমান্তে শহিদ হলেন রাজ্যের বীর যুবক বিজয় দেববর্মা
By Our Correspondent
আগরতলা, জুন ৬, : ভারতীয় সেনাবাহিনীতে চিন সীমান্তে কর্মরত ছিলেন রাজ্যের যুবক বিজয় দেববর্মা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বীরের মত কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। শুক্রবার বিমানে তার দেহ আসতেই শোকের ছায়া নেমে আসে রাজ্যে। সন্ধ্যার বিমানে গুয়াহাটি হয়ে দেহটি আগরতলায় আসে। রাতে রাখা হয়েছিল লিচুবাগানে আর্মি ক্যাম্পে।
জানাগেছে, শহিদ জওয়ানের নাম বিজয় দেববর্মা (৩৪)। বাড়ি বিশ্রামগঞ্জ গুলিরায়বাড়ি। সম্প্রতি সীমান্তে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ চলছে। এই সময়ে অরুণাচলপ্রদেশে ভারতের সঙ্গে চিনের জিরো সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিজয়। সেখানেই বরফ ভেঙে পড়ে তার ওপর। গত ২২ মে এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। মাথায় ব্যাপক আঘাত পান। তাকে অরণাচল প্রদেশের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লিচুবাগান ক্যাম্পে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয়েছে তার নিজ বাড়িতে।