Hare to Whatsapp
বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য জুড়ে প্রায় এক লক্ষ মানুষ বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছেন : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুন ৫, : আগরতলা, ০৫ জুনঃ মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবও শুক্রবার সচিবালয় চত্বরে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন।
গাছ লাগানোর জন্য মুখ্যমন্ত্রীর আহবানে আজ রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে ।
বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর ছবি সামাজিক গণমাধ্যমের নিজস্ব প্রোফাইলে আপলোড করার জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে , শুক্রবার রাজ্য জুড়ে তরুণ, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি সহ প্রায় এক লক্ষ মানুষ বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে চারা রোপণের সময় তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
মুখ্যমন্ত্রী, এ জাতীয় প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং রোপিত গাছের যত্ন নিতে এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য উৎসাহিত করেছেন।
এদিকে, সচিবালয় চত্বরে চারা রোপণের পরে মুখ্যমন্ত্রী বলেন, "বৃক্ষরোপণ অভিযানের মতো কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক পরিমাণে সচেতনতা সৃষ্টি করে এবং দূষণমুক্ত পরিবেশের জন্য জনগণের মানসিকতা পরিবর্তনে সহায়তা করে।"
“পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব - পরিবেশ দূষণমুক্ত থাকলে আমরা পর্যাপ্ত অক্সিজেন পাব। আমরা ভাগ্যবান যে অন্যান্য অংশের তুলনায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের পরিবেশ দূষণমুক্ত ”