Hare to Whatsapp
সর্বশেষ কুয়ারেন্টাইন পরিস্থিতি সম্পর্কে অবগত হতে মুখ্যমন্ত্রীর উত্তর জেলা সফর।
By Our Correspondent
আগরতলা, জুন ৩, : আগরতলা,৩ জুন: রাজ্যজুড়ে কোভিড ১৯ মোকাবেলায় যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখার অঙ্গ হিসেবে, বুধবার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব পরিদর্শন করলেন উত্তর জেলার বিভিন্ন এলাকা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমেই যান ধর্মনগরের উত্তর গঙ্গানগর এলাকায়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে থাকা লোকজনদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সুযোগ-সুবিধা তারা সঠিকভাবে পাচ্ছেন কিনা তার খোঁজখবর করেন। এদিনও বহি:রাজ্য ফেরত এই কোয়ারেন্টাইনে অবস্থানরতদের ভিন রাজ্যে কাজ করার অভিজ্ঞতার কথা শোনেন। ত্রিপুরাতেও তাদের ভালো অভিজ্ঞতাগুলো কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। একই সাথে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কথা বলেন গ্রামের কোভিড১৯ মোকাবেলা কমিটির সঙ্গে । মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় পানীয় জল, বিদ্যুৎ সহ অন্যান্য যে অসুবিধা গুলির কথা উঠে আসে, তা অবিলম্বে নিরসনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।
পরে মুখ্যমন্ত্রী চলে যান কলমচৌড়া এলাকার বালিছড়া এসবি স্কুলে । এখানেই অস্থায়ীভাবে করা হয় সরকারি কোয়ারেন্টাইন সেন্টার । কথা বলেন কোয়ারেন্টাইন সেন্টারের লোকজনদের সঙ্গে । একই সাথে এলাকায় যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এলাকার করোনা মোকাবেলায় ব্যবস্থা সম্পর্কে অবগত হন ।বালিছড়া এডিসি ভিলেজের কোভিড ১৯ কমিটির সঙ্গে আলোচনা করে, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মীদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করতে । একই রকম ভাবে কদমতলা ব্লকের বড়গোলা গ্রাম পঞ্চায়েতে গিয়েও গ্রাম স্তরে কোয়ারেন্টাইন নীতি নির্দেশিকা সঠিকভাবে পালন করা আছে কিনা খোঁজখবর করেন।
এরপর মুখ্যমন্ত্রী চলে যান পানিসাগর গ্রামীণ হাসপাতালে । কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সঙ্গে। কোভিড ১৯ মোকাবেলায় হাসপাতালে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি চলে যান পানিসাগর আঞ্চলিক শারীরিক শিক্ষণ কলেজে তৈরি করা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে। ঝির ঝিরে বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রী কথা বলেন কোয়ারেন্টাইনে থাকা আবাসিকদের সঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত । সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকা দের সঙ্গে কথা বলে তিনি চলে যান পানিসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সঙ্গে । কথা হয় আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে । এই হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
পরে মুখ্যমন্ত্রী যান পেঁচারথল ব্লক এলাকার নবীন ছড়া গ্রামে । ঘুরে দেখেন এখানকার কোয়ারেন্টাইন সেন্টার। সেখান থেকেই তিনি চলে যান কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কোয়ারেন্টাইন সেন্টারে । কথা বলেন কোয়ারেন্টাইনে থাকা লোকজন সহ সরকারি আধিকারিকদের সঙ্গে।
এদিনের সফর শেষে মুখ্যমন্ত্রী জানান, সর্বশেষ কোয়ারেন্টাইন পরিস্থিতি সম্পর্কে অবগত হতে এবং স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করতেই তিনি উত্তর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।