Hare to Whatsapp
রাজ্যে কমিউনিটি সংক্রমনের আপাতত আশংকা নেই, বললেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, জুন ১, : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মনে করেন রাজ্যে করোনা ভাইরাসের কমিউনিটি সংক্রমনের আপাতত আশংকা নেই।
মুখ্যমন্ত্রী সোমবার সকালে তাঁর সরকারী বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন যে কমিউনিটি সংক্রমনের ঝুঁকি তিনি দেখছেন না। কেননা রাজ্যের মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী যারা তাঁরা খুব সচেতন। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে গ্রামাঞ্চলে বসবাসকারী লোকজন পুত্র সন্তানের প্রতি মায়া না করে তাদের কোয়েরেনটাইন সেন্টারে নিয়ে মেতে বলছেন। তিনি সিপাহীজলা সফরেই এটা অনুভব করেছেন। গ্রামবাসী নিজেরাই তাঁকে এই মনোভাবের কথা জানিয়েছেন। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। নানা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে যাদের সংক্রমন ধরা পড়েছে তাঁরা সব অন্যরাজ্য থেকে এসেছেন। এখানে কোয়েরানটাইন সেন্টারের অভাব নেই। চিকিৎসা পরিষেবা ও ভালভাবে চলছে। চলছে পরীক্ষা নিরীক্ষা। আরো একটি মেশিনের বরাত দেয়া হয়েছে।আশা করা যাচ্ছে সহসাই ওটি পৌঁছে যাবে। ওটি আসলে পরীক্ষা দ্রুত হবে। এখন দুটিতে পরীক্ষা চলছে।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত নানা তথ্য ও তুলে ধরেন।
লকডাউন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিয়েছে সে ভাবেই চলবে। এ সম্পর্কে রাজ্য মুখ্যসচিব গতরাতে সার্কুলার জারি করেছে।
আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মূলতঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গৃহীত নানা প্রসঙ্গ উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলনের পর খোয়াই জেলা সফরের উদ্দেশ্য রওনা হয়ে যান।