Hare to Whatsapp
ত্রিপুরায় এস এফ আই- এর রক্তদান শিবিরে বিজেপি-র হামলা, প্রতিবাদে ১লা জুন, এসএফআই গোটা দেশব্যাপী প্রতিবাদের ডাক দিল
By Our Correspondent
আগরতলা, মে ৩১, : করোনা মহামারীর জন্যে গোটা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও চিকিৎসা ক্ষেত্রে চলছে তীব্র রক্ত সঙ্কট। এই অবস্থায় আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলা সদর বিভাগের অন্তর্গত SFI DYFI রামনগর অঞ্চল কমিটি উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, এলাকার প্রাক্তন বিধায়ক রতন দাস, SFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃত্বরা। রক্তদান কর্মসূচিটি চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পথে শারিরীক দূরত্ব বজায় রেখে। আজ সকাল থেকেই রক্তদান শিবির শুরু হতেই এলাকার বিজেপির দুর্বৃত্তরা একত্রিত হতে শুরু করে। রক্তদান শিবিরে প্রবেশ করতে বাধা দেয় একাধিক কর্মী সমর্থক দের। এই বাধা বিপত্তির পরও ৩৮ জন রক্তদাতা ভয়ভীতি কে অপেক্ষা করে রক্তদান করে। খানিকক্ষণ সময় পর দুই দিকের রাস্তা বন্ধ করে ৩০ - ৪০ জন আক্রমনকারী এই শিবিরে প্রবেশ করে। রক্তদাতা দের উপর আক্রমণ চালায়। বাধা দিতে আসলে সেখানে SFI ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক সন্দীপন দেব, SFI সদর বিভাগীয় কমিটির সদস্য সোমরাজ ব্যানার্জী এবং অন্যান্য কমরেডের উপর আক্রমণ চালায়। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি সেখানে উপস্থিত মহিলারাও।
এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে। এই অমানবিক আক্রমণের প্রতিবাদে আগামীকাল, ১লা জুন, এসএফআই গোটা দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। এস এফ আই - এর ময়ূখ বিশ্বাস , সাধারণ সম্পাদক এবং ভিপি শানু, সর্বভারতীয় প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে এখবর জানিয়েছেন।