Hare to Whatsapp
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করছে, গত চব্বিশ ঘন্টায় ৪০ জনের মৃত্যু
By Our Correspondent
আগরতলা, মে ৩১, : প্রতিবেশী দেশ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করছে। আবার মৃত্যুর তালিকা ও রকেট গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। গত চব্বিশ ঘন্টায় মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা করোনা ভাইরাস সংক্রমনের পর সবচেয়ে বেশী। এই ৪০ জনকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। শুধু গতকাল আক্রান্ত হয়েছেন ২৫৪৫ জন।
এখন বাংলাদেশের ৫২ টি ল্যাবরেটরীতে সোয়াব পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১৮৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে ২৮ জনের মৃত্যু হয়। আর আজ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ জনের।
প্রতিবেশী বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার লাভ করা ত্রিপুরার পক্ষে উদ্বেগজনক। কেননা রাজ্য তিনদিক দিয়ে বাংলাদেশ পরিবেষ্টিত। সামান্য দূর্বলতায় রাজ্যে করোনা ভাইরাস থাবা বসাতেই পারে। যদিও সীমান্তে কঠোর নজরদারি রয়েছে। সীমান্তে জারী রয়েছে জনতা কার্ফু। কোন অনুপ্রবেশ ঘটেছে কিনা সেদিকে সীমান্তবাসীরা তীক্ষ্ণ নজর রেখে চলেছে। গত পরশু যে সব ভারতীয় বাংলাদেশ থেকে আখাউড়া দিয়ে রাজ্যে এসেছেন তাদের সবাইকে কোয়েরেন্টানে রাখা হয়েছে। এদের প্রথম দিন সোয়াব পরীক্ষা করা হয়েছে। কয়েকজনের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে। এদের আবার দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা করা হচ্ছে।