Hare to Whatsapp
অন্য রাজ্য থেকে আসা সকলের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার
By Our Correspondent
আগরতলা, মে ৩০, : রাজ্য সরকার অন্যান্য রাজ্য থেকে আগত সকলের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে।শনিবার আগরতলা সরকারী মেডিকেল কলেজ (এজিএমসি) -এ রোগি কল্যাণ সমিতির এক কর্মসূচিতে যোগ দেওয়ার পরে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, জনগণ এখন কোভিড-১৯ মহামারী সম্পর্কে সতর্ক। গ্রামাঞ্চল সহ প্রতিটি স্তরে কোয়ারান্টাইন পদ্ধতি যথাযথভাবে বজায় রয়েছে। এছাড়াও, নবগঠিত স্থানীয় কমিটিগুলিও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে।
মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন “ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এজিএমসি হাসপাতাল, তাদের সেরাটা প্রদান করছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টার জন্য আমি ডাক্তার থেকে শুরু করে সাফাই কর্মী সহ সকল ফ্রন্টলাইন যোদ্ধাদের অভিনন্দন জানাই"।
করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ত্রিপুরা সুস্থ হয়ে উঠার হারে, ভাল অবস্থানে রয়েছে। "বাংলাদেশ এবং মহারাষ্ট্র থেকে আগত সকলের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, চেন্নাই থেকে আগতদেরও বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত আরও উপকরণ রাজ্যে আসছে এবং সরকার অন্যান্য রাজ্য থেকে আগত সকলের কোভিড-১৯ পরীক্ষা করার পরিকল্পনা করছে,"।
ব্রু পুনর্বাসন ইস্যুতে মিজোরামের মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, "যে কেউ চিঠি লিখতে পারে, তবে সিদ্ধান্তটি সংশ্লিষ্ট রাজ্য সরকারই গ্রহণ করবে।" মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন “ব্রু বন্দোবস্ত একটি দীর্ঘ অমীমাংসিত ইস্যু ছিল। অবশেষে মোদী জি'র নেতৃত্বে এটির সমাধান হয়েছিল। এগুলি খুব শীঘ্রই রাজ্যে পুনর্বাসিত হবে। রাজ্য সরকার তাদের বন্দোবস্তের জায়গা ঠিক করবে"।