বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের প্রতিভা প্রকাশের সুযোগ ঘটে : মেয়র
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ৪, : বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা ও সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। এধরণের প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান ভাবনা ও প্রতিভা বিকাশের সুযোগ ঘটে। তাদের বিজ্ঞান ভাবনা ভবিষ্যতে সমাজ, রাজ্য ও দেশের কল্যাণে সদর্থক ভূমিকা নিতে পারে। ৩ ডিসেম্বর মহারাণী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ২দিনব্যাপী ৫২তম রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ২০২৪-২০২৫ এর উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার একথা বলেন। এসসিইআরটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীতে রাজ্যের ৮ জেলা থেকে মোট ৪০টি বিজ্ঞান মডেল নিয়ে ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেছে। এবছর বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর মূল থিম হচ্ছে ‘সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাসটেইনেবেল ফিউচার'। এছাড়া ৭টি উপথিমও রয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রশংসা করে বলেন, প্রতিযোগিতায় সবাই পুরস্কার পায় না। কিন্তু নিজ নিজ মনের ও প্রতিভার যে বিকাশ তা তারা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে। এটাই তাদের কাছে বড় পাওনা। এখানে বিজ্ঞান প্রদর্শনী ছাড়াও মিলেট বিষয়ক ক্যুইজের আলোচনা রয়েছে। এতেও ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা আজকের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে সমাজ, রাজ্য ও দেশ পরিচালনা করবে।
শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, বিজ্ঞানে যে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে তার সাথে সাজুয্য রেখে সমাজকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে বিজ্ঞানের উন্নয়ন করতে হবে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর পরস্পরের পরিপূরক। নয়াদিল্লীস্থিত এনসিইআরটি'র সহকারি অধ্যাপক ড. সি ভি সিমরায় বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। সমাজের সমস্যা ও চ্যালেঞ্জিং বিষয় নিয়ে তাদের ভাবতে হবে। তিনি বলেন, ৫১ বছর ধরে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী চলছে। গত বছর সোনিপথে প্রায় ২০০টি বিজ্ঞান মডেল অংশ নিয়েছিল। এছাড়া বক্তব্য রাখেন সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা। স্বাগত বক্তব্যে এসসিইআরটি'র অধিকর্তা এল দার্লং টেকসই উন্নয়ন, উদ্ভাবনী শক্তি, নতুন জাতীয় শিক্ষানীতি, বিজ্ঞান শিক্ষার নতুন দৃষ্টিভঙ্গী ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে মেয়র বিদ্যালয়ের ‘কনদ' স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এনসিসি, এনএসএস এবং স্কাউট এন্ড গাইড এর স্বেচ্ছাসেবক ও সেবীকারা উপস্থিত ছিলেন। আগামীকাল এই বিদ্যালয়ে ‘মিলেটস ফর সাসটেইনেবল ফিউচার এন্ড হেলথ' বিষয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। এছাড়া আজ বিজ্ঞান ও সবুজ প্রযুক্তি বিষয়ে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেয়র সহ অতিথিগণ বিজ্ঞান মডেলগুলি ঘুরে দেখেন।
আরও পড়ুন...