Hare to Whatsapp
কাজে বিশ্বাস করে মোদি সরকার। বর্ষপূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ৩০, : মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজে বিশ্বাস রাখেন। তাঁর গতিশীল নেতৃত্বের ঐতিহাসিক সাফল্য, সবসময়ই দেশবাসীর মনে থাকবে।
শনিবার দ্বিতীয় মোদী সরকারের প্রথম বছর পূর্ণ করার বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কয়েকটি ঐতিহাসিক সাফল্যের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেশবাসী হয়তো ৩৭০, ৩৫ এ ধারা বাতিল করার কল্পনাও করতে পারেনি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী'র নেতৃত্বে তিন তালাক আইন প্রবর্তন, সংখ্যালঘু তুষ্টির রাজনীতির অবসান ঘটিয়েছে। ”
এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছেন, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এছাড়াও কৃষক সম্মান নিধি যোজনাও কৃষকদের সহায়তায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
শ্রী দেব বলেন "আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলা করছেন তা ইতিমধ্যে পুরো পৃথিবীর সামনে একটি উদাহরণ স্থাপন করেছে,"।
এদিকে, শনিবার মোদী নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনা ও প্রার্থনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর দিন শুরু করেছেন। তিনি এজিএমসি চত্বরে রোগী কল্যাণ সমিতি আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।