Hare to Whatsapp
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষনা ট্রাম্পের। বিপাকে হু
By Our Correspondent
আগরতলা, মে ৩০, : অতিমারী করোনা যখন প্রতিদিন লাখো লাখো প্রান সংহার করছে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করার ঘোষনা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষনা দিয়েছেন।এই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখন পর্যন্ত যে আর্থিক সহায়তা যুক্তরাষ্ট্র দিয়েছে তা ফেরত আনা হবে।সেই অর্থ নানা স্বাস্হ্য সম্পর্কিত পরিষেবায় ব্যবহার করা হবে।
সিএনএন জানাচ্ছে , শুক্রবার হোয়াইট হাউস এই ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে করোনা ভাইরাস সংক্রমণ জনিত ঘোষনা প্রথম থেকেই চেপে যাওয়ার চেষ্টা করে হু। বারবার বলা সত্ত্বেও হু কিছু বলছিল না।অথচ যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ঘোষণা কিংবা তথ্য প্রকাশ করার দাবি করে আসছিল।ট্রাম্প বলেন চীনের চাপের মুখে হু তথ্য চাপিয়ে আসছিল।বিশ্বকে বিভ্রান্ত করতেই চীন এই ধরনের কৌশল অবলম্বন করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় ভাবেই বলেন করোনা ভাইরাসের ব্যাপারে চীনকে জবাব দিতেই হবে।হু কেও সামনে আসতেই হবে। তাদের গলাছেড়ে বলতেই হবে কেন এই দীর্ঘসূত্রিতা?
প্রসঙ্গত গত বেশ কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুঁশিয়ারি দিয়ে আসছিল।
হু কে আর্থিক সহায়তা বন্ধ করার মার্কিন ঘোষনায় হু এখন অবধারিত ভাবে বিপাকে পড়বে এবং নানা কার্যক্রম বিঘ্নিত হবে।
(সিএনএন,ফক্স নিউজ)