ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ চলছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১১, : রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে পরিকাঠামো উন্নয়ন এবং পঠনপাঠন ব্যবস্থার আধুনিকীকরণের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চায়। এই কলেজ রাজ্যকে আগামীদিনে শিক্ষা হাব বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ১০ জুলাই আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের কনফারেন্স হলে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আই.জি.এম. হাসপাতালের রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব কম সময়ের মধ্যে সরকার এই কলেজের পঠনপাঠন শুরু করতে সক্ষম হয়েছে। ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ চলছে। ডেন্টাল কলেজের হোস্টেল সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের পর্যালোচনা, কলেজের নতুন ভবনগুলি নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা সহ হাসপাতাল পরিসর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর সভায় মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি ডেন্টাল কলেজের পঠনপাঠন পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সঠিক মনিটরিং ব্যবস্থা বজায় রাখতে পরামর্শ দেন। সভায় মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কাজের খোঁজখবর নেন। আই.জি.এম. হাসপাতালে আসা রোগীদের সঠিক পরিষেবা প্রদান এবং রোগীদের আত্মীয় স্বজনদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহ দেখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে আয়ুষ্মান ভারত, ন্যাশনাল প্রোটেকশন মিশন, আই.জি.এম. হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের সাথে এক সৌজন্যমূলক মতবিনিময়ে মিলিত হন। তিনি কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ-এর জন্য ফ্যাকাল্টিদের আরও গুরুত্ব সহ কাজ করার উপর জোর দেন৷ আজকের এই সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডা. তপন মজুমদার, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. সালু রায়, আগরতলা পুরনিগমের সহকারী কমিশনার কিশোর সরকার, পূর্ত দপ্তরের সুপারিন্টেন্ডেট ইঞ্জিনিয়ার অজিত কুমার দেববর্মা সহ রোগী কল্যাণ সমিতির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...