রাজ্যে ২৫ হাজার হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে ফল, শষ্য ও সব্জীর চাষ হচ্ছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১০, : রাজ্যে প্রথমবারের মতো ৯ জুলাই হোটেল পোলো টাওয়ার্সে রাজ্যস্তরীয় অর্গানিক ক্রেতা বিক্রেতা সম্মেলন আয়োজিত হয়। কৃষি দপ্তরের অধীন ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে রাজ্যের ক্রেতা বিক্রেতা, কৃষক, পদস্থ কৃষি আধিকারিকগণ ছাড়াও দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ, কোচিন, দুবাই প্রভৃতি স্থান থেকে ক্রেতা বিক্রেতা অংশ নেন।
এই সম্মেলনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করার লক্ষ্যে সারা রাজ্যে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ গ্রহণ করেছে। কেননা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ মাটিকে উর্বর ও স্বাস্থ্যবান রাখে। খাদ্য-শষ্য, প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত হয়। এতে সার, ওষুধ ও ক্যামিকেলের প্রয়োগ হয়না। তিনি বলেন, পৃথিবীর মানুষ স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায়। অর্গানিক পদ্ধতির ব্যবহার বাড়লে এ পদ্ধতি মানুষের কল্যাণ ডেকে আনবে। তিনি বলেন, আমাদের রাজ্যে অর্গানিক পদ্ধতিতে চাষ আজ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যে বর্তমানে ২৫ হাজার হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন ফল, শষ্য ও সব্জীর চাষ হচ্ছে। রাজ্যে বর্তমানে ৫৩টি ফার্মার্স প্রডিউসার কোম্পানী রয়েছে। কালি খাসা চাল, হরিনারায়ণ চাল, আনারস, সুগন্ধি লেবু, আদা, হলুদ, ধনে মরিচ ইত্যাদি আজ অর্গানিক সার্টিফিকেশন পেয়েছে। আনারসকে গ্লোবাল ব্র্যান্ড করার চেষ্টা চলছে।
তিনি বলেন, গত ৩ বছরে রাজ্য থেকে ৬৬৬ মেট্রিক টন আনারস, ৫২ মেট্রিক টন হলুদ, ৩৩ মেট্রিক টন সুগন্ধি চাল, ৭ মেট্রিক টন বার্ড আই চিলি (ধন্যে মরিচ), ৫৭৪ মেট্রিক টন আদা ইত্যাদি দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, দুবাই, ওমান ইত্যাদি স্থানে রপ্তানি করা হয়েছে। যেসকল কৃষক অর্গানিক পদ্ধতিতে চাষ করছেন তাদের ভর্তুকি দেওয়া হচ্ছে। কুইন আনারস এখন জি আই ট্যাগ এর অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বলেন, এর আগেও এ রাজ্যে ক্রেতা বিক্রেতা সম্মেলন হয়েছে। কিন্তু অর্গানিক সম্মেলন রাজ্যে এই প্রথম। এ পদ্ধতিকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে। সম্মেলনে ‘এ কম্প্রিহেনসিভ লুক এট এগ্রিকালচার' বিষয়ে বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া। তিনি বলেন, রাজ্য জিএসডিপি-র ৪৩ শতাংশ আসে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট প্রাথমিক সেক্টর থেকে। এছাড়া বক্তব্য রাখেন উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, এইসিসিওএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ মেনন।
এছাড়া বক্তব্য রাখেন এপিইডিএ-এর ডিজিএম বিদ্যুৎ কুমার বরুয়া এবং আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রি-র এমডি রতন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি'র মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা। তিনি সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়-এর শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনান। অনুষ্ঠানে অর্গানিক চাষে যুক্ত ৮ জেলার ৮ জন সেরা কৃষককে কৃষিমন্ত্রী সহ অতিথিগণ সংবর্ধনা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কৃষিমন্ত্রী সহ অতিথিগণ অর্গানিক স্টলগুলি পরিদর্শন করেন। সম্মেলনের দ্বিতীয় সেশনে বিশিষ্ট ব্যক্তিগণ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ, ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেডের মার্কেটিং নিয়মাবলী ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজিত হয় ক্রেতা ও বিক্রেতার মধ্যে মত বিনিময় অনুষ্ঠান।
আরও পড়ুন...