Hare to Whatsapp
বাংলাদেশে আটকে পড়েছেন এ রাজ্যের অন্তত দুই শতাধিক পরিবার, এদের রাজ্যে ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেই
By Our Correspondent
আগরতলা, মে ২৩, : বাংলাদেশে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন এ রাজ্যের অন্তত দু শতাধিক পরিবার। এঁরা অন্তহীন দূঃখ, কষ্ট অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। এদের রাজ্যে ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেই। অথচ এদের দূঃখ কষ্ট দূর্ভোগ বেড়েই চলেছে। এই পরিবার গুলি কবে স্বদেশে ফিরতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই।
লকডাউনে বিদেশ ভূমিতে আটকে পড়া বহু ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যেই অনেক ভারতীয়কে বিশেষ বিমান পাঠিয়ে ফিরিয়ে আনা হয়েছে। শুধু বিদেশ কেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত, পাঠরত, রোগী ও তাদের স্বজনদের বিশেষ ট্রেনে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে রাজ্যে যারা আটকে পড়েছিলেন তাদেরও রেলে স্বরাজ্যে ফিরিয়ে দেয়া হয়েছে। তারপরও এখনো অনেকেই নানাস্হানে রয়েছেন। তাদের ব্যাপারেও নানা প্রক্রিয়া জারী রয়েছে।
কিন্তু এত কিছুর পরও এ রাজ্যের লোকজন যারা বাংলাদেশে গিয়ে লকডাউনের কারনে আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনার কোন উদ্যোগ এখনও পরিলক্ষিত হচ্ছে না। অথচ আগরতলায় এসে যে সব বাংলাদেশী নাগরিক আটকে পড়েছিলেন তাদেরও রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের সাথে কথা বলে স্বদেশে ফিরিয়ে দিয়েছেন।
কিন্তু এ রাজ্যের প্রায় দুই শতাধিক পরিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ব্রাক্ষনবাড়ীয়া, আখাউড়া, নরসিংদী তে আটকে পড়েছেন। অনেকেই আবার আখাউড়া শ্মশানে, লোকনাথ মন্দিরে আশ্রয় নিয়েছে। এদের ওই অঞ্চলের লোকজন নানাভাবে সাহায্য করছেন। কিন্তু তারা লকডাউনজনিত বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার জন্য এঁরা মরীয়া হয়ে উঠেছেন।দেশে ফিরে আসার জন্য তারা উদগ্রীব হয়ে পড়েছেন। এঁরা রাজ্য সরকার এবং বিভিন্ন মন্ত্রীর সাথে যোগাযোগ ও করেছেন।সবারই এক উওর দেখছি,দেখব। কিন্তু দেখছে না কেউ। আগরতলার আইনজীবী অনুপম ভট্যাচার্য ও তার স্ত্রী অর্পিতা ভট্টাচার্য ও ব্রাক্ষনবাড়িয়াতে আটকে রয়েছেন। তাঁরা ও নানাভাবে,নানাস্তরে তদারকি করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কবে হবে তাও বলা মুশকিল।
প্রশ্ন এদের কেন ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে না? অথচ এরা তো ভারতীয় নাগরিক এবং বৈধ পাসপোর্ট ধারী। এঁরা কবে ফিরে আসবে, বা ফিরিয়ে আনা হবে এটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।