Hare to Whatsapp
পশ্চিমবঙ্গ শহরে প্রধানমন্ত্রী, যৌথ বৈঠকে মমতাকে ১০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি মোদীর
By Our Correspondent
আগরতলা, মে ২২, : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির জন্য সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবার পরিজনের প্রতি বাংলাদেশের হয়ে গভীর মর্মবেদনা জানিয়েছেন।
শেখ হাসিনা আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেন এবং সমবেদনা জানান। পশ্চিমবঙ্গের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও তিনি খোঁজ খবর নিয়েছেন বলে জানানো হয়েছে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশ পথে আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উনার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এরপর প্রধানমন্ত্রী বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে আপতকালীন সাহায্য হিসাবে এক হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ছিলেন। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী উড়িষ্যা উড়ে যান এবং সেখানে ও আমফানের ক্ষয়ক্ষতি আকাশ পথে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সাথে কেন্দ্রীয় মন্ত্রী সভার কয়েক জন সদস্যও ছিলেন।