স্বরচিত গল্পপাঠ, গল্পচর্চায় ব্যতিক্রমী আয়োজনে নতুন প্রজন্মের গল্পকারদের মধ্যে ব্যাপক সাড়া
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ৭, : আগরতলার বিদুরকর্তা চৌমুহনীস্থিত উদীচী ভবনের মিলনায়তনে রবিবার বিকেল ৫.৩০ টায় অনুষ্ঠিত হয়ে গেল ‘গল্পের জন্য’ আয়োজিত গল্প সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসাম থেকে অধ্যাপক ড. টিটন রুদ্রপাল। তিনি 'দিক নির্ণায়ক গল্পকার হরিভূষণ পাল' বিষয়ে নাতিদীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে ত্রিপুরার গল্পে হরিভূষণ পালের অবদান বিশেষভাবে উঠে এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বর্ষীয়ান গল্পকার দুলাল ঘোষ, যিনি নিজেও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরু হয় কথাসাহিত্যিক প্রফুল্ল রায় ও ত্রিপুরার মিশ্র সংস্কৃতির প্রভাষক ধবলকৃষ্ণ দেববর্মণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ড. দেবযানী ভট্টাচার্য্যের কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধিত হয়। সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কবি সনজিৎ বণিক। গল্প পাঠ পর্বে গল্পকার তমা বর্মণ ও সংগীতা দেওয়ানজী হরিভূষণ পালের গল্প পাঠ করেন এবং স্বরচিত গল্পপাঠ করেন গল্পকার শৌভিক বাগচি। এই দিন সংস্থার পক্ষ থেকে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের আটজন নবীন যুব গল্পকারকে সম্মান জানানো হয়, যাদের গল্প সাম্প্রতিককালে ত্রিপুরার দৈনিক পত্রিকা গুলোতে সর্বাধিক প্রকাশিত হয়েছে। তারা হলেন সুভাশিস দেবনাথ, শ্রেয়াস দাস, রিপন সাহা, অভিনব রায়, রশ্মিতা দত্ত, অন্বেষা রুদ্রপাল, আয়ুষ সাহা ও ঋকতনু দাস। গল্প পিপাসু বহু শ্রোতা এদিন উপস্থিত ছিলেন। শেষে সামগ্রিক সুশৃঙ্খল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন গল্পের জন্য'র উপদেষ্টা তথা বিশিষ্ট গল্পকার সুজয় রায়। এমন আরো আয়োজন অব্যাহত থাকবে জানিয়ে একদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরও পড়ুন...