Hare to Whatsapp
নিজে বিনা মাস্কে রাস্তায় দাঁড়িয়ে শহরবাসীর কাছ থেকে জরিমানা আদায়ে ব্যস্ত দুই ট্রাফিক পুলিশ
By Our Correspondent
আগরতলা, মে ২০, : সরকার যখন করোনা প্রতিরোধে দিন রাত ব্যস্ত, সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করে দিয়েছেন, তখন ট্রাফিক এর দুই মহাশয় সরকারের সমস্ত নিয়মাবলী উলঙ্ঘন করে বিনা মাস্ক এ দাঁড়িয়ে ব্যস্ত পথচারীদের থেকে টাকা আদায়ে।
প্রশ্ন উঠেছে আইন রক্ষা কারীরাই যদি আইন বা নিয়মাবলী উলঙ্ঘন করেন তাহলে তাদের শাস্তির ব্যাপারটা কে দেখবেন? নাকি তাদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয় এমন কোনো নিয়ম করে দিয়েছেন প্রশাসন? হয়ত বা না। কারণ উল্টো মাস্ক-এর কথা জিজ্ঞেস করতেই হতচকিত হয়ে সাথে সাথে মাস্ক পড়ে নেন। কিন্তু পর মুহূর্তেই এই দুই মহাশয়ই আবার বিনা মাস্ক- এ রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় লিপ্ত হয়ে যান রাজধানী আগরতলার রাস্তায়।
টাকা আদায়ের জন্য তাদের কাছে তৎক্ষণাৎ কোনো চালান ফর্মও ছিলোনা, উল্টো বার বার ক্যাশ টাকা চাইছিলেন বলে এক পথচারী অভিযোগ করেন। বিরক্ত ওই পথচারী চালান কাটতে বলতেই শেষে উনারা এক চটি রাইটিং প্যাড এ সমস্ত বিবরণ লিখে রাখেন এবং ওই আরোহীকে চলে যেতে বলেন।
প্রশ্ন উঠেছে যদি উনারা আইন অমান্যকারীদের সায়েস্হা করার জন্য ডিউটিতে থাকেন তাহলে তারা কেন সরকারের বানানো নিয়মাবলী ভাঙেন বা কেন তাদের কাছে কোনো চালান বই থাকবেনা? বিষটির তদন্তের দাবী উঠেছে।