আগরতলায় গল্পসন্ধ্যা আগামী ৬ ই জুলাই রবিবার বিকেলে বিদুরকর্তা চৌমুহনীস্থিত উদীচী ভবনে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ৪, : আগামী ৬ ই জুলাই রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিদুরকর্তা চৌমুহনীস্থিত উদীচী ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হতে চলেছে ‘গল্পের জন্য’ আয়োজিত গল্পসন্ধ্যা। এই সন্ধ্যার মূল আলোচ্য 'দিক নির্ণায়ক গল্পকার হরিভূষণ পাল' বিষয়ে বলবেন অধ্যাপক ড. টিটন রুদ্রপাল এবং বর্ষীয়ান গল্পকার দুলাল ঘোষ। হরিভূষণ পালের গল্প পাঠ করবেন গল্পকার তমা বর্মণ, সংগীতা দেওয়ানজী এবং সৌভিক বাগচী।
আরও পড়ুন...