Hare to Whatsapp
চতুর্থ বারের লকডাউনেও রেল চলবে না, চলবে না বিমান, শপিং মল, সিনেমা হল, জিম, বন্ধ থাকবে ধর্মীয় কার্যক্রম
By Our Correspondent
আগরতলা, মে ১৭, : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে চতুর্থ বারের মত লকডাউন সম্প্রসারিত করা হয়েছে। আগামী ৩১ শে মে পর্যন্ত এই লকডাউন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে উড়ান , হোটেল,রেষ্টুরেন্ট যেমন বন্ধ থাকবে তেমনি বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি।আন্তরাজ্য যানবাহন চলাচল করতে পারবে তবে এক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হবে।ঘোষনায় বলা হয়েছে বাজার হাট, দোকান পাট চালু থাকবে। নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যবসা বাণিজ্য, বাজার হাট চালু থাকবে।
জানানো হয়েছে সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৭ টা পর্যন্ত নৈশ আইন জারি থাকবে।
চতুর্থ বারের লকডাউনেও রেল চলবে না,চলবে না বিমান। শপিং মল, সিনেমা হল,জিম বন্ধ থাকবে।স্টেডিয়াম যেমন বন্ধ থাকবে তেমনি ধর্মীয় কার্যক্রম,ধর্মীয় জমায়েত নিষিদ্ধ থাকবে।অফিস গুলি চালু থাকবে। তবে এবার ই-কমার্স শুরু করার অনুমতি দেয়া হয়েছে। সামাজিক অনুষ্ঠান গুলি ও বন্ধ থাকবে।
চতুর্থ বারের লকডাউনে আগের লকডাউনে আরোপিত নানা বিধিনিষেধের মধ্যে কিছু কিছু ছাড় দেয়া হয়েছে।এর মধ্যে আন্ত রাজ্য যাতায়াতের উপর থেকে বাধা নিষেধ উঠিয়ে নেয়া হয়েছে।
তৃতীয় পর্যায়ের লকডাউনের শেষ পর্যায়ে ধারনা করা হয়েছিল এবার হয়তো উড়ানে কিছু কিছু ছাড় দেয়া হবে।