Hare to Whatsapp
সংক্রমণ অব্যাহত বাংলাদেশে, মোট সংক্রমিতের সংখ্যা ২২,২৬৮, মৃত্যু ৩২৮, সম্পূর্ণ নাকা বন্দী ঢাকা
By Our Correspondent
আগরতলা, মে ১৭, : করোনা ভাইরাস সংক্রমণ অব্যাহত বাংলাদেশে।গত ২৪ ঘন্টায় নুতন ভাবে চিহ্নিত হয়েছে ১২৭৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।এ নিয়ে পদ্মাপারের দেশে আজ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২২,২৬৮।এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৮ জনের।ঢাকা অন্চলে ৯ জন, চট্টগ্রামে ৫ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায়।এখন পর্যন্ত বাংলাদেশে ৪৩৭৩ জন সুস্থ হয়েছেন।
বাংলাদেশের রাজধানী ঢাকাকে সম্পূর্ণ ভাবে নাকাবন্দি করেছে বাংলাদেশ পুলিশ।আজ বাংলাদেশ পুলিশ ঘোষণা করেছে যে আজ থেকে কেউ রাজধানী ঢাকার বাইরে যেতে পারবেন না আবার কেউ ঢাকায় আসতেও পারবেন না।তবে একমাত্র বিশেষ প্রয়োজনে আসা যাওয়া যাওয়া করতে দেয়া হবে।কেন হঠাৎ করে এই কঠোর অবস্থান নিয়েছে ঢাকা পুলিশ তা এখন পর্যন্ত জানানো হয়নি।তবে ধারনা করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। প্রসঙ্গত ঢাকা শহরে করোনা ভাইরাস সংক্রমণ বেশি বিস্তৃত হয়েছে।এর মধ্যে পুরানো ঢাকায় সংক্রমন অপেক্ষকৃত বেশী।
বাংলাদেশের রাজধানী ঢাকা মূলত ঘিন্জি শহর বলে পরিচিত। সেখানকার ট্রাফিক ব্যবস্হা খুবই নাজুক। রিকশার সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজন কাজের জন্য ঢাকায় আসে এবং এরা পেশা হিসেবে রিকশা চালনাকে বেছে নেয়।রিকসার জন্য ঢাকায় ব্যাপক যানজট হয়ে থাকে।যানজট এত বেশি ঘন্টার পর দাড়িয়ে থাকতে হয়।যদিও এখন অনেক রিকশাকে ঢাকায় আসতে দেয়া হয়না। বাংলাদেশ সরকার সম্প্রতি ঢাকা শহর যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছে।