Hare to Whatsapp
গামছা দিয়ে মাস্ক, জনপ্রিয় হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিলি করছে ভারত সরকারের পর্যটন উন্নয়ন দপ্তরের উত্তর পূর্বাঞ্চল শাখা
By Our Correspondent
আগরতলা, মে ১৭, : উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনজাতির গামছা দিয়ে মাস্ক বানিয়ে বিভিন্ন রাজ্যে বিলি করছে ভারত সরকারের পর্যটন উন্নয়ন দপ্তরের উত্তর পূর্বাঞ্চল শাখা। তাঁদের এই কাজে সহায়তা করছে ব্যতিক্রম সামাজিক সংস্থা। আগরতলা-সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিলি করা হয় মাস্ক। ইনক্রেডবল ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রধান শঙ্খশুভ্র দেববর্মন জানান, মানুষকে সচেতন করাই কর্মসূচির লক্ষ্য। তাঁর আশা এখানকার পর্যটন ফের ঘুরে দাড়াবে।