রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম শুধু রাজ্যে নয় দেশ বিদেশেও ছড়িয়ে রয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জানুয়ারি ৩, : রাজ্যের ছেলেমেয়েদের গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত আগরতলার বাইরে ১৯৫১ সালে বেসরকারি বিদ্যালয় হিসাবে রমেশ স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। ২ জানুয়ারি এই বিদ্যালয়ের সুনাম সারা দেশে ছড়িয়ে আছে। রাজ্যের বনেদি বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম হচ্ছে রমেশ স্কুল। যার বর্তমান নাম উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আজ উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রমেশ স্কুল হচ্ছে নক্ষত্রের গ্যালাক্সি। রমেশ স্কুলের সুনাম শুধু রাজ্যে নয় দেশ বিদেশেও ছড়িয়ে রয়েছে। এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এমন ছাত্রছাত্রী আজ রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ বিদেশে বহু গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কাজ করছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই বিদ্যালয়ের ছাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন-বিধায়ক হয়েছেন। রমেশ স্কুলের একটা ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং উনার সুযোগ্য পুত্র ধীরেন্দ্র চন্দ্র দত্তকে স্মরণ করার দিন আজ। দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে। রাজ্যের বিদ্যালয়গুলিতে নতুন ভবন নির্মাণ, স্মার্ট ক্লাস সহ আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সময় রাজ্যে কোন বোর্ড ছিল না। আমরা পরীক্ষা দিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে। এক সময় রাজ্যে কোন বিশ্ববিদ্যালয় ছিল না। কিন্তু বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ও রয়েছে। রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গুণগত শিক্ষা প্রদান, শিক্ষণ প্রক্রিয়াকে আধুনিক ও গতিশীল করার জন্য শিক্ষক শিখন প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে।

এনসিইআরটি সিলেবাস চালু করা হয়েছে। এখন রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হচ্ছে৷ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ছাত্রছাত্রীদের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যে শিক্ষামূলক চ্যানেল চালু করা হয়েছে। রাজ্য সরকার ৩০ জন মেধাবী ছেলেমেয়েদেরকে জেইই, নীট ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য উন্নত কোচিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। নবম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিপুন ত্রিপুরা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র। রাজ্যের স্বনামধন্য বিদ্যালয়গুলির মধ্যে এই বিদ্যালয় অন্যতম। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে রাজ্যের সুনাম রক্ষা করে চলেছে। অনুষ্ঠানে রমেশ প্রাক্তনীর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়কে আজীবন সদস্য পদ দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.