Hare to Whatsapp
আখাউড়া, ব্রাক্ষনবাড়িয়ার পর চট্টগ্রাম, সিলেটে সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি, ত্রিপুরার পক্ষে বিপজ্জনক
By Our Correspondent
আগরতলা, মে ১৫, : বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০০৬৫ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৮ জনের। নুতন ভাবে চিহ্নিত হয়েছে ১০২২ জন। তবে করোনা যে ভাবে বিস্তৃত হয়ে চলেছে তা আমাদের রাজ্যের পক্ষে উদ্বেগজনক। আমাদের সীমান্ত লাগোয়া প্রায় চট্টগ্রামে করোনা খুব দ্রুত বিস্তৃত হচ্ছে। আরো উদ্বেগজনক রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমন। রোহিঙ্গাদের মধ্যে সংক্রমন এর ঘটনায় তা দ্রুত বিস্তার লাভ করে অন্য প্রান্তে থাবা বসাতেই পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশের বানিজ্যিক রাজধানী। ওখানে শতাধিক করোনা আক্রান্ত বলে চিহ্নিত হয়েছে। অন্যদিকে সিলেটে ও এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৭ । আখাউড়া, ব্রাক্ষনবাড়িয়ার পর চট্টগ্রাম, সিলেটে সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি ত্রিপুরার পক্ষে বিপজ্জনক। সিলেট রাজ্যের উনকোটি,ধলাই ও ধর্মনগর জেলার লাগোয়া। অনুপ্রবেশ ঘটলেই এপারে সংক্রমনের আশঙ্কা থাকছে। যদিও সীমান্তে জনতা কার্ফু জারী আছে। সীমান্তবাসীরাও সতর্ক।
রোহিঙ্গাদের মধ্যে সংক্রমন আরো উদ্বেগজনক। পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরার সাব্রুম, রইস্যাবাড়ী, শিলাছড়ীর বিপরীতে। সামান্য অসতর্ক হলেই অতি মহামারী জনিত পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
এদিকে শুক্রবার রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে এক মিনিটের ফ্রি বাজার হয়েছে। স্হানীয়রা এক মিনিটের মধ্যেই চাল,ডাল,সবজি নিয়ে গেছেন। এ অভূতপূর্ব বাজার প্রশংসিত হয়েছে।