Hare to Whatsapp
রাজ্যে গ্রীন ও অরেন্জ জোন এলাকায় সীমিত সংখ্যায় দূরপাল্লার বাস চলাচল শুরু, ৫০ শতাংশ যাত্রী তুলছে বাসগুলি
By Our Correspondent
আগরতলা, মে ১৪, : রাজ্যে গ্রীন ও অরেন্জ জোন এলাকায় সীমিত সংখ্যায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশ মেনে ৫০ শতাংশ যাত্রী তুলছে বাস গুলি। অর্থাৎ ডবল সিটে যাত্রী বসানো হচ্ছে একজন।স্বাভাবিক কারনে ভাড়াও ডবল।জানাগেছে, আগরতলার নাগেরজলা বাস ডিপো থেকে সকালে বাস ছেড়ে যাচ্ছে সাব্রুম, বিলোনীয়া, শান্তিরবাজার ,অমরপুর, সোনামুড়া প্রভৃতি গন্তব্যে। তেমনি উল্টো দিক থেকেও বাস আসছে আগরতলায়।দীর্ঘ প্রায় দুমাস লকডাউনের কারনে বাস চলাচল বন্ধ ছিল। এখন সরকার কিছু ছাড় দেওয়ায় শুরু হয়েছে বাস পরিষেবা। তাতে স্বস্থি ফিরেছে সরকারি কর্মচারী, ব্যবসায়ীসহ সব অংশের নাগরিকদের।আগরতলা- সাব্রুম রটে চলাচলকারি এসি বাসের মালিক রাজু ভৌমিক বলেন, আমাদের তরফে যাত্রীদের হাত ধোয়া ও সেনিটাইজাড করার ব্যবস্থা রেখেছি। এছাড়া সব যাত্রীর নাম ঠিকানা গন্তব্য মোবাইল নম্বর লিখে রাখছি। ৫০% এর বেশী যাত্রী তোলা হচ্ছে না। তবে এখনো তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।