Hare to Whatsapp
এলপিজি সিলিন্ডার নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, এই সমস্যার সমাধান খুবই জরুরি
By Our Correspondent
আগরতলা, মে ১৩, : এলপিজি সিলিন্ডার নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর রাজববাড়ীর ভিতরে একটি এজেন্সি ও ত্রিপুরা এপেক্স মার্কেটিং এর একাংশ কর্মীদের বিরুদ্ধে। এদের সাথে পরিচয় থাকলে কিংবা ওদের ম্যানেজ করতে পারলে সব হয়ে যায়। মানে সিলিন্ডার পেয়ে যাবেন। আর পরিচয় না থাকলে তো কথাই নেই। এখন না তখন,আজ নয় কাল করতে হবে। প্রতিদিন আসুন, অপেক্ষা করুন,ডাকলে পাবেন। তবে এটা ঘটনা কিছু গুজে দিলে সব আসান হয়ে যাবে। কাউন্টারের একেকজন তো ফুলে কলা গাছ।
ওদের একটাই কথা,গাড়ী আসেনি। রাস্তায় আছে। এলে পাবেন। আবার বলে দেওয়া হয় ১০/১২ দিন লাগবে। বই জমা দিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আবার দেখা যায় সাইকেলে চাপিয়ে একেকজন ২/৩ টা সিলিন্ডার দিব্যি নিয়ে যাচ্ছে। সকালে নিল তো আবার দুপুরে, বিকালে আসছে।একই ভাবে নিয়ে যাচ্ছে। আবার ভূতুরিয়াড় মাঠেই চড়া দামে সিলিন্ডার বিক্রি করে দিচ্ছে।
লকডাউনের বাজারে তো দিব্যি কালোবাজারী চলছে। সবাই জানে এদের মহিমার কথা। কিন্তু জানলে কি হবে? প্রতিকার তো নেই।আগেও ছিল,এখনো আছে,তবে এখন বেশী। এখন তো লকডাউন। সবার মুখে মুখে এদের রামনাম, ভোক্তাদের বারোটা।কি করা যাবে? অফিসার কে,কাকে বলবে, কোথায় অভিযোগ জানাবে,তার দিশা নেই।৬৫০/ টাকার সিলিন্ডার দিব্যি ১০০০/ বিক্রি হচ্ছে। এ এক চূড়ান্ত অরাজকতা। অন্যান্য এজেন্সিতে কিন্তু এমন অরাজকতা, দূর্নীতি নেই। থাকলেও তা অনেকটাই কম।এই সমস্যার সমাধান খুবই জরুরি।