Hare to Whatsapp
চতুর্থ বারের জন্য লকডাউন হচ্ছে, সেই লকডাউন কেমন হবে তা ১৮ ই মে জানানো হবে: প্রধানমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ১২, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুড়ি লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন এবং জানিয়েছেন চতুর্থ বারের জন্য লকডাউন হচ্ছে।সেই লকডাউন কেমন হবে তা ১৮ ই মে জানানো হবে।
প্রধানমন্ত্রী বলেছেন যে আত্মনির্ভর ভারতের জন্য আত্মবিশ্বাস প্রয়োজন।দেশকে স্বনির্ভর করে তুলতে হবে। এর জন্য কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।এই অর্থ জিডিপি র ১০ শতাংশ।এই প্যাকেজ কেমন হবে,কি কি থাকছে,কারা কারা উপকৃত হবেন তা অর্থমন্ত্রী আগামী দূদিনের মধ্যে ঘোষনা করবেন। অর্থমন্ত্রী জানাবেন সবিস্তারে।
প্রধানমন্ত্রী বলেন কুড়িলক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেশের প্রগতি আরো বেশি করে নিশ্চিত করবে।বিশ্বে ভারত হবে অধিকতর শক্তিশালী।
লকডাউন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন লকডাউন চতুর্থ বারের মত থাকবে এবং এসম্পর্কেই জানানো হবে ১৮ ই মে র আগেই। অর্থাৎ ১৮ ই মে ঘোষণা করা হবে।
দৈনিক ২ লক্ষ পিপিই কীট তৈরী হচ্ছে। হচ্ছে মাক্স।অথচ যখন করোনা হয় তখন ভারতে কিছুই হত না।এখন অনেক অনেক হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ ৩৩ মিনিট ভাষন দিয়েছেন।তবে করোনা জনিত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এমন কিছু বলেননি।অথচ দেশবাসী প্রধানমন্ত্রীর মুখ থেকে কিছু শুনতে চেয়েছিলেন।তবে প্রধানমন্ত্রী বলেছেন মাক্স নিয়েই আমাদের চলতে হবে।
তব প্রধানমন্ত্রী আজ সহচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন তা হল লোকাল প্রডাকশন বাড়ানো এবং লোকালি তার ব্যবহার। বাইরের উপর থেকে নির্ভরতা কমানো।