Hare to Whatsapp
বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৯৯, মোট মৃত্যু ২৩৯
By Our Correspondent
আগরতলা, মে ১১, : প্রতিবেশী দেশ, বাংলাদেশে খুব দ্রুত করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। মৃত্যু বেড়েই চলেছে। এই মৃত্যু মিছিলের বিরাম নেই। গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।নুতন করে সনাক্ত হয়েছেন ১০৩৪ জন। এ নিয়ে বাংলাদেশে করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৯৯। মোট মৃত্যু হয়েছে ২৩৯। সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ২৯০২ জন। মোট ৩৭ টি ল্যাবে ৭২০৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১০৩৪ জন সনাক্ত। পদ্মাপারের দেশে মৃত্যু মিছিল শুরু হয়েছিল ১৮ই মার্চ। প্রথম রোগী সনাক্ত হয় ৮ ই মার্চ।
রেকর্ড পরিমাণ সনাক্ত হওয়ায় প্রতিবেশী হিসাবে ত্রিপুরার উদ্বেগ বাড়ছে। ওপারের লোকজনের এপারে অবৈধভাবে অনুপ্রবেশ হরদিনের ঘটনা বলা চলে। ধরাও পড়ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশের ঘটনাই উদ্বেগের কারন। এখনও রাজ্যে বেশ বাংলাদেশী নাগরিক নানা পরিচয়ে রয়েছে। এঁরা মূলতঃ ইটভাটা, নির্মাণ কাজের সাথে যুক্ত।তবে সীমান্তে জোর প্রহড়া রয়েছে। তবু যে অনুপ্রবেশ হচ্ছে না তা নয়।