সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে মুখ্য নির্বাচনী আধিকারিকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২১, : মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের উদ্যোগে ২০ জুন রাজ্যের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং ওয়েবমিডিয়ার সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারি অতিথিশালায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাজেন মগ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় আলোচনা করতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে বলেন, সাধারণ জনগণের নিকট যে কোনও তথ্য সহজ এবং দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন করার লক্ষ্যে সময়ে সময়ে বিভিন্ন নিয়ম ও আইন প্রয়োগ করা হয়। এক্ষেত্রে জনমানসে যাতে কোনও ধরনের নেতিবাচক মনোভাব সৃষ্টি না হয় তারজন্য সংবাদমাধ্যমের সাথে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের আধিকারিকগণের সময়ে সময়ে মতবিনিময় করার জন্য ভারতের নির্বাচন কমিশন থেকে নির্দেশিকা রয়েছে। এছাড়াও সংবাদমাধ্যম এবং নির্বাচন আয়োজন সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়ের জন্যও এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে বলে সভায় বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সভায় এছাড়াও আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক মানস পাল, জয়ন্ত দেবনাথ, অভিষেক দে, সুজিত দে, মনীষা পাল চৌধুরী, হীরক গুপ্ত, সন্দীপ বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ত্রিপুরা, হেডলাইনস ত্রিপুরা, নিউজ ভ্যানগার্ড, মানুষ পত্রিকা, নিউজ টুডে, ত্রিপুরা ইন্ডিয়া ডট কম, ত্রিপুরা টুডে ডট কমের প্রতিনিধিগণ। সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত সকলের হাতে ইন্ডিয়া ভোটস- এ সাগা অব ডেমোক্র্যাসি শীর্ষক বুকলেট তুলে দেন।
আরও পড়ুন...