Hare to Whatsapp
করোনা ভাইরাস: চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো নিউজিল্যান্ড হেরাল্ড, বেজিং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহামারী সতর্কতা বিলম্বে জারী করার অনুরোধ জানিয়েছিল
By Our Correspondent
আগরতলা, মে ১০, : করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে নিউজিল্যান্ড হেরাল্ড। বেজিং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহামারী সতর্কতা ওই মূহুর্তে জারী না করে বিলম্বে করার জন্য অনুরোধ জানিয়েছিল।
নিউজিল্যান্ড হেরাল্ড তাদের বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে চীনের প্রেসিডেন্টশি জিনপিং এর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানমের গত জানুয়ারিতে বৈঠক হয়েছিল। তখনই চীনের তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছিল যে তখন যেন বেশ্বিক মহামারী সতর্কতা জারি করা না হয়।
জার্মান বের স্পিজেল ফেডারেল ইন্টিলিজেন্স সার্ভিস এর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
গত ২১ শে জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট এর বৈঠকে চীনের প্রেসিডেন্ট তাঁকে অনুরোধ করেন যে করোনা ভাইরাস মহামারী এবং এটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায় এই তথ্য তখনই যেন হু প্রকাশ না করে এবং কোন বিবৃতি না দিতেও অনুরোধ করে। এই সংবাদ প্রকাশিত হতেই হু একে ভিত্তিহীন বলে দাবী করেছে।
হু তার বিবৃতিতে বলেছে এধরনের কোন বেঠক তেমন হয়নি তেমনি ফোনেও কথা হয়নি দুজনের মধ্যে। এ ধরনের সংবাদ মানুষের দৃষ্টি সড়িয়ে নিতে চাইছে।
হু অন্য এক বিবৃতিতে বলেছে গত ২০শে জানুয়ারি করোনা মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমন ঘটায় বলে চীন হু কে নিশ্চিত করে। ২২ শে জানুয়ারি হু মহামারী সম্পর্কিত ঘোষনা দেয়। তখনই বলা হয়েছিল উহানে করোনা মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমন হচ্ছে।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন হু চীন কেন্দ্রিক। হু চীনের হয়ে কাজ করছে। এপ্রিল মাসেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়। এখন পর্যন্ত করোনা ভাইরাস ২১২ টি দেশে সংক্রমিত হয়েছে। প্রানহানি হয়েছে ২ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ।