Hare to Whatsapp
ভগৎ সিং হোস্টেলকে করোনা ট্রিটমেন্ট সেন্টার করার প্রতিবাদে পথ অবরোধঃ পুলিশের লাঠিতে আহত বেশ ক’জন খেজুর বাগান জুড়ে উত্তেজনা
By Our Correspondent
আগরতলা, মে ১০, : ভগৎসিং যুব আবাস থেকে করোনা রোগীদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার দাবীতে আজ সকাল দশটা নাগাদ হঠাৎ করে এয়ারপোর্ট রোডের ভগৎসিং হোস্টেলের কাছে পথ অবরোধ শুরু করেন স্থানীয় মানুষ। তাদের দাবী করোনা রোগীদের ভগৎসিং যুব আবাসে রাখা যাবে না। পথ অবরোধের খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনা স্থলে ছুটে যান। এবং ছুটে আসেন এস ডি এম অসীম দাস ও স্থানীয় বিধায়ক ডাঃ দিলীপ দাস। তারা স্থানীয় মানুষকে প্রথমে বোঝানোর চেস্টা করেন। কিন্তু তারা বুঝতে না চাইলে সাথে সাথে পুলিশ লাঠি চার্জ শুরু করে দেয়। এতে পুরুষ ও মহিলা সহ বেশ ক’জন আহত হয়েছে। বেশ কজনকে পুলিশ আটক করেছে। ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।
স্থানীয় বিধায়ক ডাঃ দিলীপ দাস মিডিয়াকে বলেছেন, স্থানীয় মানুষদের এভাবে রাস্তা অবরোধ করা ঠিক হয়নি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই একটা যুদ্ধের সামিল, এই অবস্থায় কিছু লোক ভগৎসিং যুব আবাস থেকে করোনা রোগীদের সরিয়ে নেওয়ার দাবী যুক্তিযুক্ত নয় বলে তার অভিমত। এস ডি এম আসীম দাসও মিডিয়াকে একই কথা বলেন।
পক্ষান্তরে স্থানীয় মানুষের বক্তব্য, ভগৎসিং যুব আবাসে করোনা রোগীদের চিকিৎসার কাজে যুক্ত সাফাই কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা কোন নিয়ম বিধিই মেনে চলছেনা। তারা পাড়ার চা-এর দোকান, মুদি দোকানে চলে আসছে। এতে করে ওই পাড়ার মানুষও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। এই বিষয়টি স্থানীয় পুলিশ, ভগৎসিং আবাস কর্তৃপক্ষকে গতকাল থেকেই বার বার জানানো হয়েছিল। কিন্তু কেউই কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করেনি। তাই বাধ্য হয়েই আজ তারা প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে। কিন্তু পুলিশ পথ অবরোধ মুক্ত করতে গিয়ে পাড়ার মহিলা পুরুষদের গলির ভিতরে ঢুকে যেভাবে লাঠিপেটা করেছেন তা নিন্দার অযোগ্য বলে স্থানীয় মানুষ উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।