Hare to Whatsapp
কর্ণাটক থেকে ১২০০ যাত্রী নিয়ে বিশেষ ট্রেনের যাত্রা ১০ মে, ফিরতে চেয়ে অনলাইনে মোট আবেদন ২৬০০০
By Our Correspondent
আগরতলা, মে ৯, : আগামীকাল কর্ণাটক থেকে ১২০০ যাত্রী নিয়ে একটি বিশেষ ট্রেন ত্রিপুরার উদ্দেশ্যে ছাড়বে৷ সময় এবং কোন স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ই-পাস পাওয়া যাত্রীরাই জানবেন৷ যাত্রীদের মোবাইল নম্বরে স্টেশনের নাম এবং সময় জানিয়ে এস এম এস যাবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ।
শ্রী নাথ আরও জানিয়েছেন যে, কোলকাতা থেকে ত্রিপুরার যাত্রীদেরকে নিয়ে আসার জন্য কোন ট্রেন ছাড়ার অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার৷ তবে ত্রিপুরা সরকারের তরফে আজও অনুরোধ করা হয়েছে৷ তবে নিজেদের পয়সায় প্রাইভেট গাড়ী বা এম্বুল্যান্স ভাড়া করে কোলকাতা থেকে আসবেন এমন ১৬০০ জনকে আজ ই-পাস ইস্যু করা হয়েছে৷ এসব যাত্রীরা খুব শীঘ্রই রওয়ানা দেবেন বলে শ্রী নাথ জানান।
এছাড়া দিল্লী আসাম, তামিলনাড়ু প্রভৃতি রাজ্য -এর সাথেও কথা চলছে। মন্ত্রী আরো জানিয়েছেন যে, আজ সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৬০০০ আটকা পড়া ত্রিপুরার মানুষ রাজ্য -এ ফিরতে চেয়ে অনলাইনে আবেদন করেছেন।