Hare to Whatsapp
ছুটিতে থাকা সি আর পি এফ জওয়ানদের আপাতত ত্রিপুরায় ফেরানো হবেনাঃ আই জি, সি আর পি এফ
By Our Correspondent
আগরতলা, মে ৮, : বহিঃরাজ্যে যেসব সি আর পি এফ জওয়ানরা লকডাউনের আগে বা লকডাউনের মধ্যে ছুটিতে গেছেন তাদের আপাতত ত্রিপুরায় ফিরতে দেওয়া হবে না। রাজ্যে বি এস এফ জওয়ানরা যেভাবে লাগাতর কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এর প্রেক্ষিতেই সি আর পি এফ রাজ্য কর্তৃপক্ষ প্রথম থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।এবং তাদের অফিসার বা জওয়ানদের পরবর্তী আদেশ জারীর আগে কোনভাবেই রাজ্যে ফিরতে মানা করা হয়েছে।
সি আর পি এফ ত্রিপুরা গ্রুপ সেন্টার অফিসের প্রধান তথা আই জি, সি আর পি এফ, শ্রী আর এন এস বাহাদ আজ ত্রিপুরাইনফো-কে জানান, আপাতত সি আর পি এফ-এর সাতটি-র মতো ব্যাটালিয়ন রয়েছে রাজ্যে। তাদের অধিকাংশ জওয়ানরাই মূলত রাজ্যের সার্বিক নিরাপত্তা রক্ষায় সিভিল পুলিশের সাথে কাজ করছে। তাই অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাধারন মানুষের সংস্পর্শেও যেতে হয়। তাই তাদের সর্ব স্তরের অফিসার ও জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে চুড়ান্ত সতর্কতার মধ্যে তারা কাজ করে। সাধারন মানুষের সংস্পর্শে যাতে বেশী যেতে না হয় সেভাবেই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করতে। গ্রামীণ এলাকায় মোতায়েন তাদের প্রতিটি ক্যাম্প কর্তৃপক্ষকেও একথা বলে দেওয়া হয়েছে।
তাছাড়া শালবাগানের অনতিদূরে তাদের যে গ্রুপ সেন্টার রয়েছে সেখানেও সবার চলাফেরায় নিয়ন্ত্রন আরোপ করা হয়েছে। বাইরের কাউকেই গ্রুপ সেন্টারের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।
তাছাড়া তিনটি জন বিচ্ছিন্ন অঞ্চলে তাদের কিছু পুরানো ক্যাম্পকে কোয়ারেন্টাইন সেন্টারে রুপান্তর করে রাখা হয়েছে। এগুলি হল-বাইখোরা, এন সি পাড়া ও রাতাছড়ায়। বিশেষ কোন পরিস্থিতির সৃষ্টি হলে তাদের জওয়ানদের সেখানে রেখেই চিকিৎসা করা হবে।এছাড়া তাদের আগরতলা স্থিত গ্রুপ সেন্টারেও একটি ছোটখাট হাসপাতাল রয়েছে। সি আর পি এফ-এর চিকিৎসকদের কোভিড-১৯ বা করোনা আক্রান্ত বাহিনীর রোগিদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই যথাযথ ভাবে প্রশিক্ষিত করে তৈরী রাখা হয়েছে বলে আই জি, শ্রী বাহাদ জানান।