Hare to Whatsapp
৭৯ নং টিলা সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের পরও ছয় ঘন্টার মধ্যেই রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ পুনঃবহাল, বিদ্যুৎ কর্মীদের প্রশংসা উপমুখ্যমন্ত্রীর
By Our Correspondent
আগরতলা, মে ৭, : গতকাল রাত পৌনে দশটা নাগাদ রাজধানী শহরের অনতিদূরে ৭৯ নং টিলাস্থিত ১৩২ কে ভি বিদ্যুৎ সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় সাব-স্টেশনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই ৭৯নং টিলা সাব-স্টেশনে যান বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও বিদ্যুৎ নিগমের পরিচালন অধিকর্তা এম এস কেলে, পশ্চিম জেলার জেলা শাসক সহ নিগমের উচ্চ পদস্থ আধিকারিকরা।
জানাগেছে, ৭৯ নং টিলা সাব-স্টেশন থেকেই রাজধানী শহরের জিবি, আইজিএম, আইএলএস, সচিবালয়, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ন সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পরিদর্শনকালেই নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দেন যেভাবেই হোক রাতের মধ্যেই এসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনঃবহাল করতে হবে। এই অবস্থায় রাতেই জরুরী ভিত্তিতে কাজ শুরু হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাব-স্টেশনের ত্রুটি সারাই না করা গেলেও শহরের পার্শ্ববর্তী সাব-স্টেশনগুলির বিদ্যুৎ লাইন ঘুরিয়ে দিয়ে শহরের সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। রাত চারটার মধ্যেই গোটা আগরতলা শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পুনঃবহাল গেছে বলে জানা গেছে।
সংবাদ সূত্রে প্রকাশ, ৭৯টিলা সাব-স্টেশনের ত্রুটি সারাই করতে খানিকটা সময় লাগতে পারে। কিভাবে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার কারন খোঁজে বের করতে উপমুখ্যমন্ত্রী রিপোর্ট তলব করেছেন। তবে যে যুদ্ধকালীন তৎপরতায় শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গতকাল রাতের মধ্যেই সিংহভাগ জায়গায় পুনঃবহাল করা হয়েছে বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী এতে বিদ্যুৎ কর্মীদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।