Hare to Whatsapp
পুলিৎজার পেলেন ৩ কাশ্মীরী সাংবাদিক
By Our Correspondent
আগরতলা, মে ৬, : সাংবাদিকতার "নোবেল" পুরস্কার বলে বিবেচিত পুলিৎজার পুরস্কার পেলেন জম্মু কাশ্মীরের তিন আলোকচিত্র শিল্পী। এঁরা হলেন মুখতার খান, চান্নি আনন্দ ও দার ইয়াসিন। ফিচার ফটোগ্রাফিতে তাঁরা এ পুরস্কার পেয়েছেন।গোপনে তাঁরা কাশ্মীরের ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন। মূলতঃ প্রতিবাদ বিক্ষোভ দমনে অভিযানের ছবিই এঁরা গোপনে ক্যামেরাবন্দী করেন। পুলিৎজার কর্তৃপক্ষ বলেছে এরা তাদের ক্যামেরায় বন্দী করেছেন প্রাত্যহিক জীবনের ছবি।
নিউজ ১৮ টিভি জানিয়েছে ২০১৯ এর আগষ্ট থেকে কাশ্মীর দীর্ঘ দিন লকডাউনে ছিল। ছিল না ফোন, ইন্টারনেট। ওই সময়ে নানা জনের বাড়ীতে গা ঢাকা দিয়ে অশান্তিপ্রবন এলাকার ছবি তুলতেন গোপনে।ক্যামেরাও তাঁরা লুকিয়ে রাখতেন। ছবি তোলা তো শেষ নয়। কিন্তু ছবি পাঠাবেন কিভাবে? ইন্টারনেট তো নেই। অথচ ছবি পাঠাতে হবে অফিসে। মুখতার ও ইয়াসিন নানা কথা বলে সোজা চলে যেতেন বিমানবন্দর। কাশ্মীরের যাত্রীদের অনুরোধ করতেন ছবিগুলি পৌঁছে দিতে। এটাও সহজ ছিল না। বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।প্যান ড্রাইভ, বা ডিক্সে ভরে দিতেন গোপনে ধারন করা এইসব ছবি। দিল্লীতে অফিসের লোকজন এসব যাত্রীদের হাত থেকে নিয়ে নিতেন। ব্যাস তারপর মূহূর্তেই এসব ছবি আপ হয়ে যেত।
এই তিন সাংবাদিক এপি তে যুক্ত। পুলিৎজার কর্তৃপক্ষ তাদের সাইটে বলেছে এঁরা ভূস্বর্গ-এর ছবি বিশ্বে তুলে ধরেছেন।
এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে রাহুল গান্ধী ও ওমর আবদুল্লাহ এই তিন সাংবাদিক কে অভিনন্দন জানিয়েছেন। রাহুল গান্ধী এই তিন সাংবাদিক কে অভিনন্দন জানিয়েছেন। ওমর আবদুল্লাহ বলেছেন এই পুরস্কারের জন্য অভিনন্দিত আপনারা। ইউটিউব লাইভের মাধ্যমে পুলিৎজার কর্তৃপক্ষ এই ঘোষণা করেছেন।মোট একুশটি বিভাগে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।