Hare to Whatsapp
মিজু সম্প্রদায়ের জো কোট পুই এর দুইদিন ব্যাপী মেলা ভাংমুনে
By Our Correspondent
আগরতলা, জানুয়ারি ১১, : ১০ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ত্রিপুরার ভাংমুন এ মিজু সম্প্রদায়ের কালচারেল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিভিন্ন নিত্য মাধ্যমে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জো রাম থাংগা , বিশেষ অতিথি হিসেবে মিজোরামের ট্যুরিজমের দপ্তরের মন্ত্রী রবার্ট রউ মইয়া রোয়েলতে,
এবং মিজোরামের মন্ত্রী লাল রিং ত্লুংগা, ও ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন এক্স এম এল এ বিজয় কুমার রাঙ্কল, জম্পুই হিলের Y,M,A সভাপতি যে লাল তাং মুইয়া,
এই প্রোগ্রামটি পরিচালনা করেন মিজোরাম সরকার ও জম্পুই হিলের YMA কমিটি,
এবং জানা যায় মিজোরাম সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা মত এই প্রোগ্রামে জন্য দেওয়া হয়,
মুখ্যমন্ত্রী আলোচনা করেন ত্রিপুরার থেকে ভাইয়া ভাংমুন হয় মিজোরাম যাওয়ার যে রাস্তাটি ফোরটি ফোর এ ওই রাস্তাটি মিজোরামের এরিয়ায় মিজোরাম সরকার কাজ হয়ে গেছে বলে জানান, এবং ত্রিপুরার এরিয়াতে যতটুকু বাকি আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে মিজোরামের মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে জানান, জম্পুই পাহাড়ে ত্রিপুরা সরকার যে জলের ব্যবস্থা করেছেন তার জন্য মিজোরাম সরকার অনেক ত্রিপুরা সরকারকে অভিনন্দন জানান, কোন ধরনের যাতে বিভেদ সৃষ্টি না করা হয় জাতি ও উপজাতির, এবং মিজু সম্প্রদায়ের মধ্যে,
মিজু কালচারের ড্রেস এবং বিভিন্ন সামগ্রী ত্রিপুরা সরকারের কাছে ডিমান্ড করলেও পুরাদমে পাওয়া না যায় মিজুরাম সরকার সাহায্য করবেন বলে আশ্বাস দেন, জম্পুই হিলের মিজু সম্প্রদায়ের লোকেরা যে মিজু রেজুনেল কাউন্সিল দাবি করে আসছে সেই বার্তাটি সঠিকভাবে যাতে ত্রিপুরা সরকারের কাছে জানায়, এবং উনি এই ব্যাপারে ত্রিপুরা সরকার এবং সেন্ট্রাল সরকারের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। ভারত সরকার CAB বিল পাস হয়েছে জনসাধারণের জন্য ভালো, যদি মিজু সম্প্রদায়ের এইCAB নিয়ে যদি কোনো অসুবিধা হয় এই ব্যাপারেও আলোচনা করবেন বলে আশ্বাস দেন। মিজু সম্প্রদায়ের লোক মনিপুর, বারর্মা, বাংলাদেশ ও ত্রিপুরা সংখ্যায় খুবই কম, লাস্ট পর্যায়ে যদি অসুবিধা যদি হয় তাহলে মিজোরাম গিয়ে বসবাস করতে পারেন, জম্পুই পাহাড়ে পরিষ্কার-পরিচ্ছন্ন তা দেখে মিজোরামের মুখ্যমন্ত্রী জম্পুই হিলের বাসিন্দাদের অনেক সুনাম করেন।
ত্রিপুরা সরকার জম্পুই হিলের বাসিন্দাদের সরকারিভাবে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার প্রতি অনেক বেশি বলে জানান, আরো জানা যায় রবার্ট রো মইয়া রোয়েলতে মিজোরামের টুরিস্ট মিনিস্টার এক সময় উনার বাড়ি ছিল ত্রিপুরার মনচুয়াং গ্রামে জন্মস্থান। এখান থেকে গিয়ে মিজোরামে উনি বাসিন্দা হয়ে মন্ত্রিত্ব পান এবং জনগণের জন্য কাজ করছেন, এর জন্যই উনি ত্রিপুরা সরকার কে অভিনন্দন জ্ঞাপন করেন।