Hare to Whatsapp
উজ্জ্বলা যোজনায় পাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাস নয়, জল বের হচ্ছে
By Our Correspondent
আগরতলা, মে ৫, : জয়শ্রী বাজারের পাশে বাড়ী রিম্পি নাথ -এর। পেচারথল এসটি সিটের জয়শ্রী এলাকায় বসবাসকারী সে। উজ্জ্বলা যোজনার কনজিউমার। ওনি বিগত ২৬ এপ্রিল ২০২০ একটি সামাজিক সংস্থার ভলান্টিয়ারের মাধ্যমে স্থানীয় গ্যাস এজেন্সির কাছ থেকে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যান। ভলান্টিয়াররা বাড়িতে পৌঁছে দেয় গ্যাসের সিলিন্ডার। এজেন্সিতে দাম ৮৯৫ টাকা। ভলেন্টিয়াররা ১০০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করেন। রিম্পি নাথ সাত দিনের মাথায় রান্নার করতে গিয়ে সিলেন্ডারটি লাগিয়ে দেখেন গ্যাস তো আসার দূরের কথা জল বের হচ্ছে। এজেন্সিকে বিষয়টি জানানো হলে বলা হয় একটি ফর্ম আছে ফিলাপ করে জমা দেওয়ার জন্য। তবে মালিক পক্ষ স্বীকার করেন এ ধরনের আরও চার থেকে পাঁচটির মত ঘটনা ধরা পড়েছে মাছমারায়। এবং কিছুদিন আগে কাঞ্চনপুরের শিবনগর, মাকুমছড়া, লালজুরী এলাকা থেকেও এমন অভিযোগ এসেছে।
আরো অভিযোগ, কাঞ্চনপুর- এর একটি চক্র শিবানী গ্যাস এজেন্সি থেকে ৮৯৫ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করে গ্রামে গিয়ে ১০০০ টাকায় বিক্রি করছে তারা।
রাজ্য সরকার Covid-19 আতংক ও লকডাউনের সময় গরীবদেরকে সাহায্য করতে চাইছেন আর কিছু দুষ্টু লোক মাঝপথে মুনাফা লুটছেন।