Hare to Whatsapp
বাংলাদেশ ও ভারতে দুই ঝাঁক পঙ্গপালের আক্রমন খাদ্য নিরাপত্তার পক্ষে আগামীদিনে হুমকি হয়ে উঠতে পারে
By Our Correspondent
আগরতলা, মে ৫, : একের পর এক বিপদ। করোনা যখন তার ভয়াবহ রূপ নিয়ে তান্ডব অব্যাহত রেখেছে ঠিক তখনই ২৩ টিরও বেশী দেশে আক্রমন হেনেছে মরুর পঙ্গপাল। জাতিসংঘ এই মর্মে সতর্ক করেছে পঙ্গপাল আগামী কিছুদিনের মধ্যেই ইয়েমেন, দক্ষিণ ইরান ও পূর্ব আফ্রিকায় হানাদারী চালিয়েছে , তাঁরা আফ্রো এশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য বড়ধরনের হুমকি হয়ে উঠতে পারে।
বিশ্ব ব্যাংক বলেছে এ বছরের গত মাস পর্যন্ত পঙ্গপাল ২৩ দেশের প্রচুর পরিমাণে ফসল নষ্ট করেছে।প্রতিদিন ৯০ মাইল বেগে চলাচলে সক্ষম বংশ বিস্তার করতে পারে খুব দ্রুত।এই মুহূর্তে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে আগামী দুই মাসের মধ্যে এগুলি ৪০৯ গুন বড় হবে।ইথোপিয়ায় পঙ্গপাল ইতিমধ্যেই ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করেছে। ২ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট করেছে। এর ফলে দশ লক্ষ লোকের খাদ্য সহায়তার প্রয়োজন হবে।
এমনিতেই ইথোপিয়ায় খাদ্য সংকট অব্যাহত। সেখানে বছর ভর প্রায় দূর্ভিক্ষ থাকে।এবার সংকট আরো তীব্র হবে।
জাতিসংঘ বলছে আর্দ্র আবহাওয়ার জন্য বছর দুয়েক আগে আরব উপদ্বীপে পঙ্গপালের বংশবৃদ্ধি রোধ করা সম্ভব হয়নি।ফলে গত বছর সৌদি আরব, ইরান ও ইয়েমেন পঙ্গপালের কবলে পড়ে।
এখন ভারত পাকিস্তান সীমান্তে পঙ্গপালের প্রকোপ চলছে।চলছে আরো কয়েকটি দেশে।এই পরিস্থিতি আশন্কা জনক বলে অভিমতজাতি সংঘের।
তথ্য বলছে একটি পঙ্গপাল ২ গ্রাম শষ্য একদিনে খেয়ে ফেলতে পারে। এক বর্গ কিলোমিটার এলাকায় পঙ্গপালের দল একদিনে যে পরিমাণ ফসল খেয়ে নেয় তা দিয়ে ৩৫০০০ মানুষের একবছরের খাদ্য হয়।
হিন্দু বলছে দুই পঙ্গপালের ঝাঁক বাহরিন, ইয়েমেন, কুয়েত,কাতার, সৌদি আরব, পাকিস্তান হয়ে এখন ভারতে হানা দিয়েছে।পান্জাব, হরিয়ানা সহ আরো কিছু অন্চলের ফসল নষ্ট করেছে পঙ্গপাল। এখন আরো একটি ঝাঁক আক্রমন হানতে পারে। পরে যাবে আবার বাংলাদেশ। দুই ঝাঁক পঙ্গপালের আক্রমন বা হামলায় আমাদের খাদ্য নিরাপত্তার পক্ষে আগামীদিনে হুমকি হয়ে উঠতে পারে। (সূত্র: দ্য হিন্দু, বিশ্ব ব্যাংক,এফ এও)।